বর্ষবরণ জমবে কোন কোন গানে? রইল সর্বাধিক জনপ্রিয় ১০ টি গানের তালিকা

Published on:

বর্ষবরণ জমবে কোন কোন গানে? রইল সর্বাধিক জনপ্রিয় ১০ টি গানের তালিকা

আর দুদিন পরেই নতুন বছর আসছে। নতুন বছর মানেই গান, হই-হুল্লোড়, পার্টি, নাচ। কিন্তু কোন গান গুলো সারা বছর হিট করলো? কোন গানে সারাবছর মেতে থাকল শ্রোতারা? কোন গান বারবার বাজল লুপে? দেখে নেওয়া যাক এই রকম ১০টি জনপ্রিয় গানের তালিকা।

‘হুশন’ গানটি ব্যাপক সাড়া পেয়েছে শ্রোতাদের কাছে। গানটি গেয়েছেন জনপ্রিয় গায়ক অনুভ জেইন। রোমান্টিক ধাঁচের গানটি সংগীতপ্রেমীদের মুখে মুখে শোনা যায়। বর্তমানে এ গানের দর্শক ভিউর সংখ্যা ১৭০ মিলিয়ন ছাড়িয়েছে।

   
 ⁠

কুরচি মাদাথাপেট্টি গানটি মহেশ বাবুর ‘গান্টার কারাম’ সিনেমার। ভারতীয় শ্রোতাদের কাছেও জনপ্রিয়তা পায় গানটি। বর্তমানে এ গানের দর্শক ভিউর সংখ্যা ৫২৪ মিলিয়ন ছাড়িয়েছে।

  
 ⁠

এরপরেই রয়েছে মেরে মেহবুব গানটি। রাজকুমার রাও ও তৃপ্তি দিমড়ি অভিনীত ‘ভিকি বিদ্যা কা ওয়াও ওয়ালা ভিডিও’ সিনেমার গান মেরে মেহবুব। বর্তমানে এ গানের দর্শক ভিউর সংখ্যা ১৩৮ মিলিয়ন ছাড়িয়েছে।

শিল্পা রাও ও রাম জোগায়ের গান চুট্টামালে ঝড় তোলে বছরের শেষের দিকে। এক মাসের মাথায় ৫০ মিলিয়ন ভিউ পার করে। বর্তমানে ২৭৪ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে গানটির।

আশা কোডা গানটির অর্থ বুঝতে না পারলেও জাদুকরী সুরের গানটি আরও ভাইরাল করে তোলে টিকটকার ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। ইউটিউবে গানটির বর্তমান ভিউ সংখ্যা ১৮৫ মিলিয়ন।

তওবা তওবা ভিকি কৌশল ও তৃপ্তি দিমড়ি অভিনীত ‘ব্যাড নিউজ’ সিনেমার গান। চলতি বছরের শুরুতেই গানের জগতে তা ঝড় তোলে।

আজ কি রাত ‘স্ত্রী ২’ সিনেমার আইটেম গানটি দারুন জনপ্রিয় হয়েছে। শুধু গানের সুর নয়, অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাচের মুদ্রাও চলতি বছর কাঁপিয়েছে বিনোদন পাড়া।ইউটিউবে ৭০৪ মিলিয়ন ভিউ সংখ্যা ছাড়িয়েছে গানটি।

শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘তুফান’ সিনেমার গান দুষ্টু কোকিলও চলতি বছরে দারুন জনপ্রিয় হয়েছে। ইউটিউবে গানটির বর্তমান ভিউ সংখ্যা ২৪৪ মিলিয়ন।

তামান্না ভাটিয়া অভিনীত ‘আরানমানাই ফোর’ সিনেমার আচো আচো গানটিও ব্যাপক ঝড় তুলেছিল। এক মাসের মধ্যেই ২৮০ মিলিয়ন ভিউ পার করে গানটি।

জ্যাকুলিন ফার্নান্দেজের নাচের সঙ্গে তুমুল ভাইরাল হয় শ্রেয়া ঘোষাল আর টাইকের গাওয়া ইমি ইমি গানটি। গানটির জনপ্রিয়তায় বর্তমানে ইউটিউবে ২১৭ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে।