উত্থানের মতই ঝড়ের গতিতে পতন! পুজোর আগে কীভাবে দিন কাটছে বাদাম কাকুর?

এক সময় কাঁচা বাদাম গান গেয়ে জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছে গিয়েছিলেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। রাজ্য, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে সেই সুখ তার স্থায়ী হলো না। এখন এই ভুবন বাবুরই আর্থিক অবস্থা সঙ্গীন। আর্থিক অনটনে কোনমতে দিন কাটছে তার। জল্পনা উঠেছিল হয়ত ফের বাদাম বিক্রিই করবেন তিনি। পুজোর আগেও হাল বদলায়নি কিছুই।
বীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ্যকর। মাথার ঘাম পায়ে ফেলে গ্রামে গ্রামে বাদাম ফেরি করে বেড়াতেন। তবে হঠাৎ তার ভাগ্য বদলে দেয় তার কাঁচা বাদাম গান। অতি সাধারণ মানুষ থেকে রাতারাতি সেলিব্রিটি হয়ে যান তিনি। কিন্তু নিয়তির ফেরে ফের অসহায় হয়ে পড়েছেন মূলত তার কাঁচা বাদাম গানের উপর কপিরাইটের ভিত্তিতে।
আরও পড়ুন: ছবিতেই লুকিয়ে দুটি নম্বর! চোখের ধাঁধা সামলে দেখুন তো খুঁজে পান কিনা
ভুবন বাবু জানাচ্ছেন, তারই গানে কপিরাইট হাতিয়ে নিয়েছেন বীরভূমের এক মিউজিক ভিডিও নির্মাতা বলে অভিযোগ তার। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি নিজের গানই গাইতে পারছেন না।বর্তমানে রোজগার হারিয়ে ভুবন বাদ্যকর অনিশ্চয়তায় ভুগছেন বলে জানিয়েছেন।
এদিকে লাখ লাখ টাকা খরচ করে যে বাড়ি তৈরি করছিলেন তিনি সেখানেও এখন থাকতে পারছেন না। চাঁদার জুলুমের কারণে তিনি সেই বাড়ি ছেড়ে দুবরাজপুরে একটি বাড়ি ভাড়া নিয়েছেন। দুবরাজপুরে যে বাড়িটি তিনি ভাড়া নিয়েছেন তার জন্য তাকে মাসে ২৭০০ টাকা ভাড়া দিতে হয়। কিন্তু রোজগার না থাকায় সেই ভাড়া দিতে অক্ষম হয়ে পড়েছেন তিনি।
আরও পড়ুন: চারটি সিংহের মাঝেই লুকিয়ে এক বিখ্যাত ব্যক্তি! দেখুন তো খুঁজে পান কিনা?
ছেলের স্বল্প রোজকার এই কোন মতে সংসার চলছে তার। তবে এইভাবে আর কতদিন চলবে তা নিয়ে সংশয়ে ভুগছেন ভুবন বাদ্যকর। এই মুহূর্তে দুবরাজপুর থেকে চলে এসেছেন নিজের কুড়ালজুরি গ্রামে। সেখানে ফের নিজের বাড়িতেই থাকা শুরু করেছেন।
তিনি পুনরায় বাদাম বিক্রি করবেন কিনা জানতে চাইলে বলেন, তিনি আর বাদাম বিক্রি করবেন না অথবা বাদাম বিক্রি করতে চান না। তিনি গানের সঙ্গেই যুক্ত থাকতে চান। এর পাশাপাশি তিনি দাবী করেছেন, এখনো তিনি বিভিন্ন জায়গা থেকে ডাক পাচ্ছেন আর সেই সকল ডাক পাওয়ার পরিপ্রেক্ষিতে ফের বাদাম বিক্রি করার মতো কোনো প্রশ্নই ওঠে না।
মাঝে একটি শর্ট ফিল্ম করতেও দেখা গিয়েছিল তাকে। সেখান থেকে আয় হয়েছিল ভালই। তবে তা ছিল সাময়িক। এখন ফের আবার সেই তিমিরেই ভুবন বাদ্যকর। বাধ্য হয়ে সেই ইউটিউবার এর কাছে গিয়েই ভুল স্বীকার করলেন তিনি। নতি স্বীকার করে জানালেন তার অহংকার হয়ে গিয়েছিল।