ঐশ্বর্যর প্রাক্তন প্রেমিকের এক সাক্ষাৎকারে রীতিমত ছড়িয়েছে চাঞ্চল্য। তাঁর কথায়, ইন্ডাস্ট্রির লবিবাজির জন্যই নাকি তিনি কাজ থেকে বাদ পড়েছেন। এই কারণেই নাকি তাঁর ফিল্মি ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে। সম্প্রতি তাঁকে সিনেমা করতেও দেখা যায় না।
অভিনয় ছেড়ে এখন ব্যবসায় মন দিয়েছেন বিবেক ওবেরয়। শেষবার তাঁকে দেখা গিয়েছে রোহিত শেট্টির কপ সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ। এদিকে বিবেকের অভিনয় কেরিয়ার সলমানের জন্য ধ্বংস হয়ে গিয়েছে এমনটাই শোনা যায় বি টাউনে কান পাতলে।
বিবেক ওবেরয়ের সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি টাকা।স্টক মার্কেটের খুঁটিনাটি থেকে শুরু করে পরোক্ষ ভাবে রিয়েল এস্টেটে বিনিয়োগের কৌশল শিখেছেন বিবেক। তাঁর কথায়, “আমার জন্য ব্যবসাটা শুধুমাত্র আইডিয়া নয়, বরং এটা মানুষের সঙ্গে সংযোগ গড়ে তোলাও বটে! আমার বিশ্বাস, আইডিয়া নয়, বরং একটা দৃষ্টিভঙ্গি দিয়েই একটা সংস্থা চালানো সম্ভব।”
এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিবেক ওবেরয় বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, “অনেকদিন ধরেই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি। একটা সময় ছিল যখন আমার সিনেমা হিট হত। দর্শক আমার অভিনয়ের প্রশংসা করতেন। তবুও আমি আর অভিনয়ের সুযোগ পাইনি। ইন্ডাস্ট্রির লবিং আর সিস্টেম যদি ভুল হয় তাহলে তো সমস্যায় পড়তেই হয়। ঠিক যেমন আমি সেই লবিংয়ের শিকার”।
তাঁর কথায়, “মানসিকভাবে ভেঙে পড়তে হয় এই পরিস্থিতিতে নাহলে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করে নিজের ভাগ্য নিজেকে লিখতে হবে। আমি জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তখন থেকেই কয়েকটি ব্যবসা শুরু করেছি। আজ আমি খুশি”।