ঐশ্বর্যর প্রাক্তন প্রেমিকের এক সাক্ষাৎকারে রীতিমত ছড়িয়েছে চাঞ্চল্য। খুব একটা বড় পর্দায় এখন দেখা যায় না তাকে। তার অভিনয় নিয়ে একবার বড় প্রশ্ন তুলেছিল তার ছেলে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছিলেন অভিনেতা।
এক সাক্ষাৎকারে বিবেক জানান, তার ছেলে তাকে একবার প্রশ্ন করেছিল মাকে বাদ দিয়ে তিনি অন্য কোন মহিলাকে কেন চুমু খাচ্ছেন? অর্থাৎ পর্দায় মা ছাড়া অন্য কারোর সঙ্গে বাবাকে ঘনিষ্ঠভাবে দেখতে আপত্তি জানিয়েছিল সে। এই প্রশ্ন রীতিমত ভাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন বিবেক।
অভিনেতা জানান তিনি উত্তরে জানিয়েছিলেন, চরিত্রের খাতিরে এমন দৃশ্যে অভিনয় করতেই হয়। এটা পুরোটাই অভিনয়ের জন্য। পাল্টা প্রশ্ন করে ছেলে জানতে চেয়েছিল তিনি কখনও জানার চেষ্টা করেছে যে এতে তার মায়ের খারাপ লাগে কি না! পরিস্থিতি সামাল দিতে গিয়ে পরবর্তীতে বিবেক নিজেই জানান যে, তিনি অভিনয় করেন। অভিনয় আর বাস্তব জীবন আলাদা।
অভিনয় ছেড়ে এখন ব্যবসায় মন দিয়েছেন বিবেক ওবেরয়। শেষবার তাঁকে দেখা গিয়েছে রোহিত শেট্টির কপ সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ। এদিকে বিবেকের অভিনয় কেরিয়ার সলমানের জন্য ধ্বংস হয়ে গিয়েছে এমনটাই শোনা যায় বি টাউনে কান পাতলে।