মাটির বাড়িতেই বেড়ে ওঠা, কঠিন অধ্যাবসায়ের জোরেই গুগলে ২ কোটি টাকার চাকরি! নজির স্থাপন বিহারের যুবকের

Avatar

Published on:

মাটির বাড়িতেই বেড়ে ওঠা, কঠিন অধ্যাবসায়ের জোরেই গুগলে ২ কোটি টাকার চাকরি! নজির স্থাপন বিহারের যুবকের

ইচ্ছে আর অধ্যাবসায় থাকলে যেকোনও জিনিসকে সহজেই জয় করা যায়। নিজের স্বপ্ন পূরণ করে তাই আজ সাধারণ মধ্যবিত্ত পরিবারের এই ছেলেই বার্ষিক ২ কোটি টাকা আয়ে গুগলে চাকরি পেল।

বিহারের জামুই জেলার জামু খারিয়া গ্রামের বাসিন্দা অভিষেক কুমার। বাবা ইন্দ্রদেব যাদব জামুই সিভিল কোর্টের আইনজীবী। তাঁর মা মঞ্জু দেবী একজন গৃহিণী। ছোট থেকেই অভিষেকের স্বপ্ন ছিল জীবনে বড় কিছু করার। সেই মতোই জীবনের লক্ষ্যে এগোতে শুরু করে সে।

   
 ⁠

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেই গুগলে চাকরি পেয়েছেন অভিষেক। বার্ষিক ২ কোটি টাকা করে মাইনে। শীঘ্রই গুগলের লন্ডন অফিসে যোগ দেবেন তিনি।

  
 ⁠

অভিষেক জানান, “বাড়িতে সব সময়ই শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হত। এটি আমার সবচেয়ে বড় প্রাপ্তি। গুগলে কাজ করা অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য একটি স্বপ্ন এবং আমি এই সুযোগ পেয়ে খুব খুশি”।

তাঁর এই সাফল্যের জন্য পরিবারকেই পুরো কৃতিত্ব দিয়েছেন অভিষেক। তিনি জানিয়েছেন, “আমি অন্তত ৮-৯ ঘণ্টা কাজ করতাম। বাকি সময়ে সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নিতাম। আমি যতটুকু সময় পেয়েছি, কোডিং করার দক্ষতা বাড়িয়েছি। শেষ পর্যন্ত এইভাবেই তিনি গুগলের ইন্টারভিউ ক্র্যাক করতে পেরেছি”।