প্রসেনজিতের সঙ্গে হিট ছবি, একাধিক বিয়ে! এরপরেই অভিনয় ছেড়ে কোথায় হারিয়ে গেলেন এই অভিনেত্রী?

Published on:

প্রসেনজিতের সঙ্গে হিট ছবি, একাধিক বিয়ে! এরপরেই অভিনয় ছেড়ে কোথায় হারিয়ে গেলেন এই অভিনেত্রী?

চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই….এই গান যতটা জনপ্রিয় ঠিক ততটাই জনপ্রিয় এই সিনেমা। অমর সঙ্গী সিনেমা দেখেনি এমন বোধ হয় কেউ নেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বিজয়েতা পণ্ডিতের রসায়ন পছন্দ করেছিলেন দর্শকরা। কিন্তু তারপরেই কোথায় হারিয়ে গেলেন এই অভিনেত্রী?

সঙ্গীত পরিচালক জ্যোতিন এবং ললিত পণ্ডিতের বোন এই বিজয়েতা পণ্ডিত। তাঁর দিদিও বিখ্যাত অভিনেতা-গায়িকা সুলক্ষণা পণ্ডিত। নামজাদা পরিবারের মেয়ে তিনি। তাঁর রূপ দেখেই তাঁকে প্রথম সিনেমার সুযোগ দেন রাজেন্দ্র কুমার। লাভ স্টোরি ছবিতে প্রথম অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। পর্দায় কুমার গৌরবের সঙ্গে বিজয়েতার জুটিও দর্শকদের পছন্দ হয়। পর্দায় ঝড় তোলে এই জুটি।

   
 ⁠

এরপরেই পরিচালকের পুত্র তথা তার প্রথম ছবির নায়ক কুমার গৌরবের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। কিন্তু তাতেই তাল কাটে। রাজেন্দ্র কুমার এই সম্পর্ক মেনে নেননি। এরপর বিচ্ছেদের পর সিনেমা জগত থেকে প্রায় ৪ বছর দূরে ছিলেন তিনি। এরপর ‘মহব্বত’, ‘মিসাল’ ছবি করেন তিনি। কিন্তু সেগুলো সফলতা পায়নি।

  
 ⁠

এরপর আরো দুটি বিয়ে করেন অভিনেত্রী। ১৯৮৬ সালে পরিচালক সমীর মাকলনকে বিয়ে করেন তিনি। তবে দুই বছরের মাথায় সেই সম্পর্কও ভেঙে যায়। এরপর আবার বিবাহ করেন বিজয়েতা। ১৯৯০ সালে সঙ্গীত পরিচালক আদেশ শ্রীবাস্তবকে বিয়ে করেন তিনি। তবে ২০১৫ সালে প্রয়াত হন আদেশ। তাঁদের দুটি ছেলে রয়েছে।