আমার ক্যারিয়ারের সর্বোচ্চ মুহূর্ত! অভিনয় ছাড়ার সিদ্ধান্তের পরেই মুখ খুললেন বিক্রান্ত ম্যাসি

Published on:

অবসর নয়, প্রয়োজনীয় বিরতি নিচ্ছি! ফের একবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বিক্রান্ত ম্যাসি

টুয়েলভথ ফেইল ছবিতে অভিনয় করে রীতিমত সাড়া ফেলে দিয়েছিলেন বিক্রান্ত ম্যাসি। তাঁর অভিনয় ব্যাপক মনে ধরেছিল দর্শকদের।কিন্তু তার হঠাৎ ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্ত সবাইকে চমকে দিয়েছে। দ্য সবরমতি রিপোর্টের অভিনেতা এবার তার সিদ্ধান্ত জানানোর পর প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন ।

সোমবারই সন্ধ্যায় সংসদের বালাযোগী অডিটোরিয়ামে তাঁর নতুন ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। দ্য সবরমতী রিপোর্ট দেখেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রধানমন্ত্রী এই ছবি দেখায় বেজায় খুশি বিক্রান্ত। সঙ্গে ছিলেন অন্যান্য সাংসদরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সাংসদদের সঙ্গে এই ছবি দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা।

   
 ⁠

এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিক্রান্ত বলেন, “আমি প্রধানমন্ত্রী, সব ক্যাবিনেট মন্ত্রী, অনেক সাংসদদের সঙ্গে ছবিটি দেখেছি। এটা আমার জীবনের একটা বিশেষ অভিজ্ঞতা ছিল। আমি এই আনন্দ ভাষায় পুরোপুরি প্রকাশ করতে পারছি না। কারণ আমি খুব খুশি … এটাই আমার ক্যারিয়ারের সর্বোচ্চ মুহূর্ত, খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সিনেমা দেখার সুযোগ হয়েছে”।

  
 ⁠

সোশ্যাল মিডিয়ায় বিক্রান্ত জানান, “শেষ কিছু বছর খুব সুন্দর ছিল এবং দারুণ ছিল। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমায় এভাবে সাপোর্ট করে এসেছেন। কিন্তু, আমি এবার সামনের দিকে এগোতে চায়। আমার মনে হচ্ছে এবার ধীরে সুস্থে বাড়ি ফিরতে হবে। একজন স্বামী হিসেবে, এখন বাবা এবং ছেলে হিসেবে এবং একজন অভিনেতা হিসেবেও এবার সরে যাওয়ার সময় এসেছে।”

তাঁর সংযোজন, “আসন্ন ২০২৫, আমরা একে অপরের মুখোমুখি হবো শেষবারের মতো। শেষ দুটি ছবি, এবং অনেকবছর স্মৃতি। সকলকে ধন্যবাদ, আবার একবার। সবকিছুর জন্য ধন্যবাদ।”

সিরিয়াল দিয়ে শুরু করে একের পর এক ছবিতে অভিনয় করে তাক লাগিয়েছেন অভিনেতা।মির্জাপুর সিরিজে বাবলু পন্ডিত হিসেবেই তাঁকে অনেকেই পছন্দ করেছিলেন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। যদিও তাঁর এই সিদ্ধান্তের কারণ এখনও জানা যায়নি।