কর্মজীবন থেকে বিরতি নাকি অবসর? নিজের অবস্থান স্পষ্ট করলেন বিক্রান্ত ম্যাসি করে

Published on:

অবসর নয়, প্রয়োজনীয় বিরতি নিচ্ছি! ফের একবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বিক্রান্ত ম্যাসি

টুয়েলভথ ফেইল ছবিতে অভিনয় করে রীতিমত সাড়া ফেলে দিয়েছিলেন বিক্রান্ত ম্যাসি। তাঁর অভিনয় ব্যাপক মনে ধরেছিল দর্শকদের।কিন্তু তার হঠাৎ ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্ত সবাইকে চমকে দিয়েছে। কিন্তু অবসর নাকি বিরতি নিলেন অভিনেতা? নতুন করে উসকে উঠল জল্পনা।

সোশ্যাল মিডিয়ায় বিক্রান্ত জানান, “শেষ কিছু বছর খুব সুন্দর ছিল এবং দারুণ ছিল। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমায় এভাবে সাপোর্ট করে এসেছেন। কিন্তু, আমি এবার সামনের দিকে এগোতে চায়। আমার মনে হচ্ছে এবার ধীরে সুস্থে বাড়ি ফিরতে হবে। একজন স্বামী হিসেবে, এখন বাবা এবং ছেলে হিসেবে এবং একজন অভিনেতা হিসেবেও এবার সরে যাওয়ার সময় এসেছে।”

   
 ⁠

তাঁর সংযোজন, “আসন্ন ২০২৫, আমরা একে অপরের মুখোমুখি হবো শেষবারের মতো। শেষ দুটি ছবি, এবং অনেকবছর স্মৃতি। সকলকে ধন্যবাদ, আবার একবার। সবকিছুর জন্য ধন্যবাদ।”

  
 ⁠

তবে তাঁর করা পোস্ট নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছেন তিনি। অভিনেতা বলেন, “আমি কখনই ভাবিনি যে এমনটা হবে। টুয়েলভথ ফেল সবার পছন্দ হয়েছে। ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার স্বপ্নপূরণ হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত। তাঁর পাশে বসে সিনেমা দেখা। একজন মধ্যবিত্ত বাড়ির ছেলে হয়ে এই পাওয়াটা অনেক বড়। আর এসব আমায় অভিনয়ই দিয়েছে। আসলে আমি সব দিক থেকে একটু বিশ্রাম চাই। একটু পরিবারকে সময় দিতে চাই। আর তাই বিরতির কথা বলেছি। অবসর নয়”।

দিন কয়েক আগেও তিনি বলেছিলেন, “আমার পোস্টের ভুল ব্যাখ্যা হয়েছে। আমি একেবারেই অবসর ঘোষণা করিনি। বরং অভিনয় থেকে কিছুদিনের ব্রেক নেওয়ার কথা জানিয়েছি মাত্র। অভিনয় ছাড়া আমি আর কিছুই চাই না। আমি মানসিক ও শারীরিক দিক থেকে বিধ্বস্ত। তাই কিছুদিনের ব্রেক নিয়েছি”।

সংসদের বালাযোগী অডিটোরিয়ামে তাঁর নতুন ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। দ্য সবরমতী রিপোর্ট দেখেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রধানমন্ত্রী এই ছবি দেখায় বেজায় খুশি বিক্রান্ত। সঙ্গে ছিলেন অন্যান্য সাংসদরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সাংসদদের সঙ্গে এই ছবি দেখার পর সাংবাদিকদের মুখোমুখিও হন অভিনেতা।