অফবিট

আটা বেলে নিজের হাতে রুটি বানালেন বিল গেটস! কেমন হল সেই রুটি?

হাত দিয়ে রীতিমত আটা মেখে রুটি করে সেই রুটি খেলেন নিজেই। শুনতে গিয়ে মনে হচ্ছে এটা কি এমন ব্যাপার। কিন্তু ব্যাপার টা তখনই মনে হবে যখন জানতে পারবেন এই গোটা কাণ্ডটি কে করেছে? এই পুরো বিষয়টি করেছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস।

বিল গেটসের মত একজন ব্যক্তিত্ব নিজে হাতে ভারতীয় নিয়ম মেনে রুটি বানিয়ে খেলেন। এই ভিডিও ফুড ব্লগার ইটান বার্নাথ ইন্টারনেটে আপলোড করেছেন। আর সেটি মুহূর্তেই হুহু করে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, নুন, জল দিয়ে আটা মেখে নিচ্ছেন বিল গেটস। তবে হাতের সাহায্যে নয় একটি স্প্যাচুলা দিয়ে তিনি প্রথমে আটা মেখে নেন। এরপর অবশ্য এই বিখ্যাত ফুড ব্লগার তাকে দেখিয়ে দেন লেচি কাটতে। সেই মত লেচি কেটে গোল রুটি বানানোর কথা বলেন ফুড ব্লগার।

এরপর ওই ফুড ব্লগারের দেখানো পথে বিশ্বের অন্যতম ধনী মানুষ বিল গেটস শুরু করেন বেলন দিয়ে রুটি বেলা। রুটি বেলেনও। তবে তা ঠিক গোল হয়নি। এরপরই চাটুতে শুরু হয় রুটি সেঁকা। তৈরি হওয়া রুটিতে এবার ঘি মাখিয়ে ফেলেন বিল গেটস।

Back to top button