এ যেন অবিকল হেমা! শান ছবিতে তাক লাগিয়ে ফের অন্ধকারে এই অভিনেত্রী

Avatar

Published on:

এ যেন অবিকল হেমা! শান ছবিতে তাক লাগিয়ে ফের অন্ধকারে এই অভিনেত্রী

বলিউডের ড্রিম গার্ল তিনি। জানা যায়। আটের দশকের অন্যতম বিগ বাজেটের ছবি শান সিনেমায় অভিনয় করার কথা ছিল হেমা মালিনীর। কিন্তু তার পরিবর্তে এই ছবিতে দেখা গিয়েছিল নতুন এক অভিনেত্রী কে। তিনি নতুন হলেও দেখতে একেবারেই অবিকল হেমা মালিনীর মত। তার নাম বিন্দিয়া গোস্বামী।

১৯৮০ সালে অমিতাভ বচ্চন, শশী কাপুর, শত্রুঘ্ন সিনহা, পারভিন বাবি, রাখি গুলজার, সুনীল দত্তকে নিয়ে শান তৈরি করেছিলেন রমেশ সিপ্পি। সুপার ডুপার হিট হয়েছিল এই ছবি। এমনকী খলনায়ক শাকালের চরিত্রে কুলভূষণ খারবান্দাও আলাদা ভাবে নজর কেড়েছিলেন।

   
 ⁠

এই ছবিতেই অভিনয় করার কথা ছিল হেমা মালিনির। শোলে ছবির কাস্টদের নিয়েই এই ছবি তৈরি করতে চেয়েছিলেন পরিচালক। আইএমবিডি-র একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, ছবিটিতে বিজয় কুমার এবং রেণুর চরিত্রটি মূলত ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর কথা ভেবেই লেখা হয়েছিল। তবে রমেশ সিপ্পির সঙ্গে সেই সময় কোনও বিরোধের জেরে হেমা-ধর্মেন্দ্র দুজনেই ছবিটি না করার সিদ্ধান্ত নেন। পরে এই চরিত্রে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে।

  
 ⁠

এদিকে হেমা মালিনী প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় রেণু চরিত্রটির জন্য অভিনেত্রী বিন্দিয়া গোস্বামীকে নেওয়া হয়েছিল।কারণ তাঁর সঙ্গে হেমা মালিনীর চেহারার এক অদ্ভুত মিল ছিল। শোনা যায়, ‘শান’ তাঁর কেরিয়ারের প্রথম বিগ বাজেট ছবি। তবে অভিনেত্রীকে এই ছবিতে নেওয়ার জন্য কম সমালোচনার মুখে পড়তে হয়নি পরিচালককে। ফলে ছবিটি মুক্তির পর পরই তেমন সাফল্য পায়নি। ধীরে ধীরে যদিও বক্স অফিসে আধিপত্য বিস্তার সক্ষম হয় ‘শান’।