বড় পর্দায় আসছে বিনোদিনী! নাট্য সম্রাজ্ঞীর চরিত্রে নিজেকে কতটা ফুটিয়ে তুলতে পারলেন রুক্মিণী?

Published on:

বড় পর্দায় আসছে বিনোদিনী! নাট্য সম্রাজ্ঞীর চরিত্রে নিজেকে কতটা ফুটিয়ে তুলতে পারলেন রুক্মিণী?

বৃহস্পতিবার বড় পর্দায় মুক্তি পাচ্ছে রামকমল মুখোপধ্যায় পরিচালিত ছবি ‘বিনোদিনী’। মুখ্য ভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। তার আগে বুধবার বিনোদিনী থিয়েটারে ছিল সিনেমার প্রিমিয়ার শো। উপস্থিত ছিলেন ছবির নায়িকা রুক্মিণী মৈত্র, কৌশিক গঙ্গোপাধ্যায়, পরিচালক রামকমল মুখোপাধ্যায়, প্রযোজক দেব সহ অন্যান্য কলাকুশলীরা।

ছবির প্রযোজক দেব জানান, বিনোদিনী থিয়েটারে বিনোদিনীর প্রিমিয়ার যেন পরম প্রাপ্তি। রুক্মিণী বলেন, “এটা আমার নয়, বিনোদিনীর গল্প”। পর্দার গিরিশ ঘোষ ওরফে কৌশিক গঙ্গোপাধ্যায়কে ‘মাস্টারমশাই’ সম্বোধনে স্টেজে ডেকে নেন অভিনেত্রী। বেশ কিছু খামতিকে দূরে সরিয়ে পুরো সিনেমা জুড়ে নিজের অভিনয়ের উপাখ্যান তৈরি করলেন।

   
 ⁠

বাংলা থিয়েটারের কিংবদন্তির আত্মজীবনীতে কতটা যথাযথ রুক্মিণী, এদিন যেন সেই পরীক্ষাই হল। গত কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন বাংলা নাট্য জগতের প্রথম মহিলা সুপারস্টারের আত্মজীবনীকে সকলের সামনে তুলে ধরার জন্য। পাঁচ বছর ধরে চরিত্রের সঙ্গে যাপন করেছেন প্রত্যেকটা মুহূর্ত।

  
 ⁠

দিনের পর দিন বিনোদিনী হিসেবে ভেঙেচুরে নিজেকে নাট্য সম্রাজ্ঞীর রূপ দিয়েছেন রুক্মিণী। কখনও বেলুড় মঠ-এ দুহাত উপরে তুলে নাম সংকীর্তন করছেন তিনি কখনও আবার নিজের পোস্টার নিজের হাতেই সেঁটে দিচ্ছেন দেওয়ালে দেওয়ালে।