দেখতে দেখতে আড়াই বছর পার করেছে বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের কন্যা দেবী। জন্মের পরেই একরত্তির হার্টে দুটি ছিদ্র ধরা পড়ে। চলে যমে মানুষে টানাটানি। অস্ত্রোপচারও করা হয়। তবে এখন সুস্থ আছে খুদে। এবার নতুন বছর উদযাপন করে মা বিপাশা বসু মেয়ের সঙ্গে নাচের ভিডিও দিলেন।
নতুন বছরে সবাই নিজেদের মত করে উদযাপন করেছে। বাদ পড়লেন না বিপাশাও। নিজের খুদে কন্যার সঙ্গে কোমর দোলালেন। আর সেই ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেই খুদে দেবীও কিছু কম যায় না। সেও মায়ের তালে তাল মিলিয়ে নেচে মাতালো।
ভিডিওতে দেখা যাচ্ছে, খিলখিল করে হেসে টলমল করা পায়ে যেন মায়ের দিকে এগিয়ে যাচ্ছে দেবী। মিষ্টি একটা কালো রঙা ফ্রক পড়েছে সে। বিপশাও মেয়ের সঙ্গে রং মিলিয়ে এলিগ্যান্ট কালো ড্রেস পড়েছে। ক্যাপশনে তিনি লেখেন, “২০২৫ সালের নাচ, বছরের সেরা ভাইব”।
মাঝে মাঝেই মেয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় দেন বিপাশা। কিছুদিন আগেও এক ভিডিও দিয়েছিলেন বিপাশা। সেখানে দেবীর কাণ্ড দেখে হেসেই কুটোকুটি নেটিজেনরা। দেখা যাচ্ছে, ছোট্ট হাতে খেলতে খেলতে নানা জিনিসপত্র পরিষ্কার করছে দেবী, সঙ্গে পরিষ্কার করছে মায়ের মুখও। ভিডিওতে দেবী ও বিপাশা দুজনকেই গোলাপি পোশাকে দেখা গিয়েছে।
২০২২সালের নভেম্বরে জন্ম হয়েছে বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের কন্যা দেবীর। এখন মেয়েকে নিয়ে খুশির মহল তাঁদের পরিবারে। সারাক্ষণই প্রায় তাদের সময় কাটছে এই একরত্তিকে ঘিরে। কিন্তু মেয়ের জন্মের পর সময় টা এত মসৃণ ছিল না। যদিও সেই পর্যায় কাটিয়ে উঠেছেন তাঁরা।