অভিনেত্রীর মোড়ক ছেড়ে এবার নতুন রূপে বিপাশা! দারুন চমক দিতে চলেছেন করণ-পত্নী

Published on:

আমাকেই সামলাতে হয়, করণ সচেতন নয়! করণকে নিয়ে বড় অভিযোগ বিপাশার

অভিনেত্রী, আইটেম গার্লের তকমা ছেড়ে এবার লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন বিপাশা বসু। মা হওয়ার পর বদলেছে তাঁর জীবন। অভিনয় থেকে বহু দূরে রয়েছেন তিনি। এবার তাঁর জীবনের কাহিনীই উঠে আসবে তার কলমে।

অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি জীবনে প্রচুর ওঠাপড়া দেখছি। কিন্তু তার পরেও আজ যেখানে রয়েছি, তা সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলোয় মন দেওয়ার ফলেই। সেটাই আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই।’ যে ঘটনা বা বিষয় তাঁর জীবনের মোড় ঘুরিয়েছে তাই উঠে আসবে তাঁর কলমে।

   
 ⁠

নতুন শতাব্দীর শুরুতে বলিউডে হইচই ফেলে দিয়েছেন এই বঙ্গললনা। গল্প-উপন্যাস নয়, নিজের স্মৃতিকথা মলাটবন্দি করতে চলেছেন অভিনেত্রী। বইটি আগামী বছর প্রকাশের কথা রয়েছে। এখনও ঠিক হয়নি বিপাশার এই বইয়ের নাম।এল ভেঞ্চারসের প্রযোজনায় প্রকাশ পাবে এই বই।

  
 ⁠

২০২২সালের নভেম্বরে জন্ম হয়েছে বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের কন্যা দেবীর। সারাক্ষণই প্রায় তাদের সময় কাটছে এই একরত্তিকে ঘিরে। কিন্তু মেয়ের জন্মের পর সময় টা এত মসৃণ ছিল না। এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন বিপাশা বসু। সেই কাহিনীও থাকবে এই বইয়ে।