একের পর এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড বিরাটের! গ্যালারিতে আবেগে চোখের জলে ভাসলেন স্ত্রী অনুষ্কা

ওয়াংখেড়ের গ্যালারিতে তখন বিরাট ঝড়। নিউজিল্যান্ডকে কার্যত দুর্মুশ করে দিয়ে অভিবাদন কুড়াচ্ছেন বিরাট কোহলি। আর স্বামীর এই প্রাপ্তিতে চোখের জলে ভাসলেন স্ত্রী অনুষ্কা শর্মা।
এদিন ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে ফের একবার সেঞ্চুরি করেন বিরাট কোহলি। সচিনের রেকর্ড ভেঙে দেন তিনি। একের পর এক রেকর্ড ভেঙে তৈরি করেন নতুন রেকর্ড। একদিনের ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৫০।
ভারতের অধিনায়ককে সম্মান জানাতে তখন উঠে দাঁড়িয়েছে গোটা গ্যালারি। স্টেডিয়াম ভেঙে পড়ছে হাত তালির আওয়াজে। আর তখন সেখানে উপস্থিত সদ্য রেকর্ড গড়া ক্রিকেটারের স্ত্রী। গ্যালারিতে দাঁড়িয়েই একের পর এক চুমু ছুঁড়ে দিলেন স্বামীর দিকে। পাল্টা জবাব এলো বিরাটের দিক থেকেও। স্বামীর পারফরম্যান্সে গর্বের হাসি অনুষ্কার মুখে।
ওদিকে সচিনও উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানালেন বিরাটকে। এরপরেই সেই মুহূর্ত। স্বামীর সাফল্যে চোখে জল স্ত্রীর। বিরাটের পাশাপাশি অনুষ্কাকে দেখেও মুগ্ধ হল উপস্থিত দর্শকরা।