বিরিয়ানি খেতে কে না ভালোবাসে। তার ওপর সেটা যদি পাওয়া যায় মাত্র দুই টাকায়, তাহলে তো কথাই নেই। হ্যা শুনতে অবাক লাগলেও সত্যি এটাই। হায়দ্রাবাদের এক দোকানে এই অফার দেওয়া হচ্ছে। তবে সেক্ষেত্রে একটি শর্তও রেখেছে ওই দোকান কর্তৃপক্ষ।
হায়দ্রাবাদের ওই দোকান কর্তৃপক্ষ জানিয়েছেন, সেখানে মাত্র দুটাকা দিলেই মিলবে পেট ভরে বিরিয়ানি। কিন্তু তার জন্য মানতে হবে এক শর্ত। আর সেই শর্ত পূরণ করতেই অনেকে হিমশিম খাচ্ছেন। যদিও অনেকেই আবার সেই শর্ত পূরণ করে ফেলেছেন অবলীলায়।
দোকানের দেওয়া শর্ত অনুযায়ী, যে দুই টাকা বিরিয়ানির মূল্য ধার্য করা হয়েছে তা দিতে হবে নোটে। অর্থাৎ দুটাকার নোট দিতে হবে এই অফারে বিরিয়ানি খেতে গেলে। ইতিমধ্যেই নাকি ১২০টা এই দু টাকার নোট পেয়েছেন তাঁরা।
এছাড়াও আরও বেশ কিছু অফার নিয়ে এসেছে এই দোকান। তার মধ্যে রয়েছে, ৩০টির বেশি খাবারের আইটেম দিয়ে একটি থালি। এই থালি শেষ করার জন্য সময় দেওয়া হবে ৩০ মিনিট। আর চ্যালেঞ্জ জিততে পারলেই পুরষ্কার হিসেবে থাকবে ১ লাখ টাকা। এই থালির দাম ১,৯৯৯ টাকা।