ত্বকের কালো জেদী দাগ দূর করুন নিমেষেই! রইল তিন ঘরোয়া টোটকা

Published on:

ত্বকের কালো জেদী দাগ দূর করুন নিমেষেই! রইল তিন ঘরোয়া টোটকা

বেশি বয়সেও কম বয়সি দেখাতেই আমরা কে না চাই। ত্বকের পরিচর্যা করা যদিও সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার। প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে ত্বকের চর্চা করার জন্য সময় দেওয়া যেন দুঃসাধ্য হয়ে পড়ে। এদিকে শরীরের কালো দাগ যেন আরো কয়েকগুণ কুৎসিত করে দেয়। তবে মা ঠাকুমাদের ঘরোয়া টোটকাতেই হবে সমস্যার সমাধান।

বগলে, কনুইতে, হাঁটুতে কিংবা ঘাড়ে গলায় কালো দাগ নিয়ে নাজেহাল আমরা কম বেশি সবাই। কিন্তু ঘরোয়া তিন উপকরণ ব্যবহার করলেই উপকার পাবেন একেবারে নিশ্চিত ভাবে।

   
 ⁠

প্রথমে একটি প্যাক বানাতে হবে। তার জন্য লাগবে বেসন, একচিমটে হলুদ, কয়েক ফোঁটা লেবুর রস এবং পরিমাণ মতো গোলাপ জল। এই সব উপকরণ মিশিয়ে নিলেই হবে। এবার কালচে ছোপযুক্ত অংশে বেসনের প্যাক মেখে আধ ঘণ্টা রেখে ধুয়ে নিন। এছাড়াও তিন থেকে চার চামচ বেকিং সোডা নিয়ে জলে একটা হালকা থকথকে মিশ্রণ বানিয়ে নিন। এরপর কালো দাগের জায়গায় প্রলেপ দিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। ফল পাবেন হাতেনাতে।

  
 ⁠

অ্যালোভেরা জেল বার করে মালিশ করে নিন। ২০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। উপকার পাবেন নিশ্চিত। অ্যালোভেরার অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান জেদি দাগ তুলতে সাহায্য করে। এছাড়াও অ্যালোভেরার জুস ত্বককে করে মসৃণ, উজ্জ্বল। এই জুস যদি নিয়মিত খাওয়া যায় তাহলে ত্বকের জেল্লা যেমন বাড়বে ঠিক তেমনি ত্বক পাবে পর্যাপ্ত পুষ্টি। বলিরেখা দূর হবে। মোলায়েম ত্বক হবে নিমিষেই।