একটা যুগের অপেক্ষার অবসান! অবশেষে আসছে সেই দিন, দারুন উত্তেজিত শিবপ্রসাদ

Avatar

Published on:

একটা যুগের অপেক্ষার অবসান! অবশেষে আসছে সেই দিন, দারুন উত্তেজিত শিবপ্রসাদ

নন্দিতা দাস ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জুটির প্রতিটি ছবিই হিট। একের পর এক অভিনব গল্প বলে দারুন দারুন ছবি উপহার দিয়েছেন তাঁরা। এবারেও সেইরকমই ছবি বহুরূপী নিয়ে আসছেন এই পরিচালক জুটি। পুজোতে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির।

গত বছর পুজোতে রক্তবীজ ছবি উপহার দিয়েছিলেন তাঁরা। এবার পুজোতেও ফের টানটান থ্রিলার ছবি নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা। নতুন ছবির নাম ‘বহুরূপী’। ছবিতে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর জুটিকে। আবীর ও ঋতাভরীর সঙ্গে রয়েছেন কৌশানী মুখোপাধ্যায় ও পরিচালক শিবপ্রসাদও।

   
 ⁠

জামাইষষ্ঠীর দিন এই ছবির নতুন আপডেট দিয়ে পরিচালক লেখেন, “বহুরূপী। ২০১২ সালের ভাবনা। ১২ বছরের অপেক্ষা। অবশেষে শুটিং শেষ হলো। ৩২ দিনের শুটিং, ৭৮ টি লোকেশন, ইউনিট মেম্বারদের অক্লান্ত পরিশ্রম। কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো ৪৫ ডিগ্রি টেম্পারেচার, সবকিছু মাথায় নিয়ে তারা কাজ করেছে। ছিল অ্যাকসিডেন্ট, তারপর অপেক্ষা, তারপর ফিরে আসা। সবকিছু সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় আর মা অন্নপূর্ণার আশীর্বাদে। দেখা হবে পুজোতে, বড় পর্দায়। চেষ্টা করব আপনাদের মন ভরাতে”।

  
 ⁠

শিবপ্রসাদ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৫ সাল।পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি বিশেষ ঘটনার উপর তৈরি হচ্ছে এই ছবি। সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হচ্ছে ছবির চিত্রনাট্য। সেই ঘটনার সঙ্গে যুক্ত চরিত্ররা এখনও বেঁচে রয়েছেন। মুক্তধারা তৈরির সময় থেকেই এই ছবি তৈরির ইচ্ছে জাগে বলে জানান পরিচালক। কিন্তু কোভিডের জন্য কাজ পিছিয়ে যায়।