কেউ ৪৭ তো কারোর বয়স ৫২! তুমুল সুন্দরী হয়েও বিয়ের ফুল ফোটেনি এই অভিনেত্রীদের

বলিউডের তাবড় তাবড় সুন্দরী একেকজন। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। কিন্তু এহেন অপরূপ সুন্দরীদেরই বর জোটেনি এখনো। এদিকে কারোর বয়স ৪৭ তো কেউ আবার ৫২। এমন বেশ কিছু সুন্দরীর হদি সেদিন দেব যারা কোনদিন যে সম্পর্কে ছিলেন না তেমন নয় তবে বিয়েটা তাদের করে ওঠা হয়নি।

Ameesha Patel Reacts on Reports of Defrauding Businessman of Rs 2.5 Crore,  Says

প্রথমেই আসছেন আমিশা পাটেল। তার এখন বয়স ৪৮ বছর। একসময় তার সঙ্গে নাম জড়িয়ে ছিল বিক্রম ভাটের। যদিও পরবর্তীকালে সেই সম্পর্কে স্থায়িত্ব টেকেনি। এই অভিনেত্রী এখনো পর্যন্ত অবিবাহিত।

Tabu Once Broke Her Silence On Why She Doesn't Use Her Father's Surname: "I  Am Not Curious About Him..."

এরপরেই রয়েছেন তাব্বু। তার এখন বয়স ৫২। এই অভিনেত্রীও অবিবাহিত। তিনি অবশ্য জানিয়েছেন পারফেক্ট জীবনসঙ্গী পাননি বলেই আর বিয়ে করে ওটা হয়নি। সুপারস্টার নাগার্জুনের সঙ্গে একসময় তার সম্পর্ক নিয়ে জল্পনা উঠেছিল প্রচুর।

Shamita Shetty | Bigg Boss 15- Shilpa Shetty is supporting her sister  Shetty | Bigg Boss 15: বিগবস ১৫-য় শমিতার ভূমিকা কি সমর্থন করছেন শিল্পা?  ছবিতে দেখুন দুই বোনের সম্পর্ক কেমন – News18 Bangla

এরপরেই যার নাম আসছে তিনি হলেন শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টি। দিদির ঠিক সময় বিয়ে হলেও বোন এখনো অবিবাহিত। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রীর এক সময় রাকেশ বাপটের সঙ্গে নাম জড়িয়ে ছিল। যদিও এইজুটির ওপরে ব্রেকআপ হয়ে যায়।

Tanishaa Mukerji opens up on constant comparisons with sister Kajol

এরপর এই রয়েছেন কাজলের বোন তানিশা। তা এখন বয়স ৪৫ বছর। এই অভিনেত্রীর ও সঠিক সঙ্গীর অভাবে আর ঘর কন্যা করে ওঠা হয়নি।

Happy Birthday Sushmita Sen: Miss Universe at 18, actor at 21, adopted  daughter at 24, but always a rule breaker | Entertainment News,The Indian  Express

এরপরেও যে নামটা না করলেই নয় তিনি হলেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। অভিনেত্রীর এখন বয়স ৪৭ বছর। বহুবার বহু সম্পর্কে জড়িয়েছেন তিনি। এসেছেন চর্চার কেন্দ্রবিন্দুতেও। এমনকি দুটি কন্যা সন্তানকে দত্তকও নিয়েছেন তিনি। কিন্তু সংসার ধর্ম আর পালন করা হয়নি। কিছুদিন আগে কুড়ি বছরের ছোট রহমান শলের সঙ্গে ডেট করেছিলেন সুস্মিতা। এরপর আপাতত এখন প্রাক্তন আই পি এল চেয়ারম্যান ললিত মোদির সঙ্গে তার সম্পর্ক নিয়ে চলছে ব্যাপক গুঞ্জন।

Back to top button