সেকাল থেকে একাল! দ্বাদশ শ্রেণির গণ্ডি পেরোননি যেসব বলি তারকারা

Published on:

সেকাল থেকে একাল! দ্বাদশ শ্রেণির গণ্ডি পেরোননি যেসব বলি তারকারা

নিজেদের পেশায় দারুন সাফল্য পেয়েছেন একেকজন। তাদের অভিনয় দক্ষতার কথা নতুন করে বলার মত নয়। একজন আবোড় তাবড় অভিনেতা অভিনেত্রী। কিন্তু এরাই কেউ দ্বাদশ শ্রেণী পাস করেননি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

আলিয়া ভাট থেকে শুরু করে রনবীর কাপুর, শ্রীদেবী, কাজল, কাটরিনা কাইফ, কারিশমা কাপুর, অর্জুন কাপুর সকলেরই নাম রয়েছে এই তালিকায়। এরা কেউই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পাস করতে পারেননি। তবে অভিনয়ের দিক থেকে এদের একেকজনের জুড়ি মেলা ভার।

   
 ⁠

জানা গিয়েছে, মাত্র চার বছর থেকেই অভিনয় জীবন শুরু করেন শ্রীদেবী। পর্দায় তার আগমন দর্শকদের মনে ঝড় তুলত। কিন্তু এই অভিনেত্রী কলেজের দোরগোড়ায় পা রাখেননি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, কলেজ জীবন তিনি উপভোগ করতে না পারলেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন।

  
 ⁠

এরপরে যে নামটি আসে সেটি হলো তার সৎ ছেলে অর্জুন কাপুরের। ইসাকজাদে ছবির মধ্যে দিয়ে অভিষেক ঘটে অর্জুনের। তার আগে অবশ্য কাল হো না হো ছবিতে সহ পরিচালকের কাজ করেছেন তিনি। জানা গিয়েছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাশ করতে পারেননি এই অভিনেতা।

১৬ বছর বয়সে হরীশ কুমারের বিপরীতে ‘প্রেম কয়েদি’ ছবিতে প্রথম অভিনয় করতে দেখা যায় করিশ্মা কাপুর কে। পারিবারিক গুনে অভিনয় তার রক্তে। ছোট থেকেই দক্ষ অভিনেত্রী তিনি। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, ষষ্ঠ শ্রেণির পর স্কুল ছেড়ে দেন অভিনেত্রী।

বাবা-মায়ের বিচ্ছেদের পর মায়ের সঙ্গে থাকতে শুরু করেন ক্যাটরিনা কাইফ। তার মা সমাজসেবার সঙ্গে যুক্ত ছিলেন। কোনও এক জায়গায় স্থায়ী ভাবে থাকেননি তিনি। সেই কারণে ক্যাটরিনা স্কুলজীবনের স্বাদও সম্পূর্ণ রূপে পাননি। অন্যদিকে, রাহুল রাওয়ালির ‘বেখুদি’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন কাজল। তাই স্কুলের পড়াশোনাও শেষ করার সুযোগ পাননি তিনি।

এদিকে, ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন আলিয়া। সে কারণে দ্বাদশ শ্রেণির পড়া মাঝপথেই থামিয়ে দেন অভিনেত্রী।এমনকি তার স্বামী রণবীর কাপুরও দ্বাদশ শ্রেণীর গণ্ডি পার করতে পারেন নি। সূত্রের খবর, দশম শ্রেণিতে ৫৩.৪ শতাংশ নম্বর পেয়েছিলেন অভিনেতা।