সিনেমা

পেট চালাতে করেছেন ওয়েটারের কাজ থেকে ফোটোগ্রাফিও! এই খুদে এখন বিখ্যাত বলি অভিনেতা, চিনতে পারছেন?

জীবনে এক সময় কঠিন লড়াই করেছেন। পেট চালানোর জন্য ওয়েটারের চাকরি থেকে শুরু করে ফটোগ্রাফিও করেছেন এই অভিনেতা। তবে আজকে বলিউডে স্বনামধন্য জায়গায় রয়েছেন তিনি। তার অভিনয় দর্শকদের মুখে মুখে ফেরে। রইল সেই অভিনেতারই ছোট্টবেলার ছবি। দেখুন তো চেনা যাচ্ছে কিনা?

ছোট বেলার স্মৃতি সবসময়ই মধুর। যতই সবাই বড় হয়ে যাকনা কেন বারবার ফিরে যেতে মন চায় ছোটবেলায়। আর তাই হয়তো ছোট বেলার ছবি দেখেই আমরা সেই দুধের স্বাদ খানিকটা ঘোলে মেটানোর চেষ্টা করি। তাই এবার সেই রকম ইচ্ছে নিয়েই ছোটবেলার ছবি পোস্ট করেছেন এই অভিনেতা। ছবি দেখে কিন্তু তাঁকে চেনার উপায় নেই একটুকুও।

আরও পড়ুন: ফের বড় পর্দায় আসছে রামায়ণ! বিরাট চমক দিয়ে হনুমানের চরিত্রে কি সানি দেওল?

এই অভিনেতা হলেন বোমান ইরানি। ছোটবেলায় ডিস্লেক্সশিয়ার শিকার হয়েছিলেন তিনি। যার ফলে তোতলাতেন কথা বলতে গেলেই। জোশ টকসে এসে অভিনেতা নিজেই জানিয়েছিলেন এই কথা। এমনকি তোতলামির জন্য তাকে বিভিন্ন জায়গায় হেয় হতেও হয়েছিল। কিন্তু তিনি তখনও ঘুণাক্ষরও টের পাননি ভবিষ্যতে তার জন্য এত বড় সাফল্য অপেক্ষা করছে।

অভিনেতার শখ ছিল রুফটপ রেস্তোরায় কাজ করার। সেই মতো তাজ হোটেলের ম্যানেজারের সঙ্গে দেখা করেছিলেন তিনি। তারপর প্রথমে সেখানে রুম সার্ভিসের কাজ পান।দেড় বছর কাজ করার পরে ওই রেস্তোরাঁয় ওয়েটার হন বোমান।

আরও পড়ুন: রোমান্টিক নায়িকা থেকে সিরিয়াস চরিত্র! ঘোড়সওয়ারি ‘দেবী চৌধুরানী’র অভিজ্ঞতা জানালেন শ্রাবন্তী

তার মা অসুস্থ হয়ে পড়লে পারিবারিক ব্যবসায় মন দেন তিনি। দেড় বছর প্রায় নিজেদের খাবারের দোকান চালিয়েছেন রোমান ইরানি। এরপর বেশ কিছুদিন ফটোগ্রাফিও করেন তিনি। তারপর তার বন্ধু একদিন তাকে বলেন একটি বিজ্ঞাপনের জন্য অডিশন দিতে বলেন৷ সেই অডিশনে বোমান নির্বাচিতও হন৷ এরপর প্রায় ১৮০ টি বিজ্ঞাপন করেছেন বোমান।

এই কাজ করতে করতেই একটি শর্ট ফিল্মে অভিনয় করেন অভিনেতা। যদিও তখনও অভিনেতা হয়ে ওঠেননি তিনি। এদিকে এই শর্ট ফিল্মের পরে বিধবিনো চোপড়ার নজরে আসেন বোমান। মুন্নাভাই এমবিবিএস-এ প্রফেসর জে. আস্থানার ভূমিকার জন্য তাঁকে কাস্ট করার সিদ্ধান্ত নেন বিধু বিনোদ চোপড়া। এর পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সাফল্য ধরা দিয়েছে তার হাতছানিতে।

Back to top button