যখনই আমরা দেখা করি….! ইন্ডাস্ট্রির এই বিশেষ ব্যক্তির প্রতি আজও দুর্বল বনি কাপুর

Published on:

যখনই আমরা দেখা করি....! ইন্ডাস্ট্রির এই বিশেষ ব্যক্তির প্রতি আজও দুর্বল বনি কাপুর

অর্জুন কাপুর এবং মালাইকা আরোরা সম্পর্ক নিয়ে সবসময়ই চর্চায় নেট দুনিয়া। তবে তাঁদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জনও শোনা যাচ্ছিল। কিন্তু আবার এই জুটিকে দেখা গিয়েছে একসঙ্গে। এদিকে বনি কাপুরের সঙ্গে সালমান খানের সম্পর্ক কেমন তাই নিয়ে এবার মুখ খুললেন বনি কাপুর নিজেই।

জানা যায় অর্জুন কাপুরের মায়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর যখন বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর সম্পর্ক মাখোমাখো হচ্ছে সেই সময়ে অবসাদে ভেঙে পড়েছিলেন অর্জুন কাপুর। বাড়িতে বসে অত্যাধিক খাওয়ার জন্য তার ওজন ছাড়িয়ে ছিল ১০০ কেজি। সেই সময় সালমান খানই তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। বনি কাপুর এখনো স্বীকার করেন অর্জুনকে অভিনেতা বানানোর পিছনে সবচেয়ে বড় উদ্যোগ ছিল সলমন খানের।

   
 ⁠

এদিকে এখন সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন আরবাজের স্ত্রী মালাইকা। এর জেরে অর্জুন এবং সালমানের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছিল। একই পার্টিতে যেমন দেখা যায় না তাদের সেরকম কথা বলা তো অনেক দূরের ব্যাপার। কিন্তু এর মধ্যেও বনি কাপুর এবং সালমান খানের সম্পর্ক রয়েছে ঠিক আগের মতই।

  
 ⁠

এ প্রসঙ্গে বনি কাপুর বলেন, “তাঁদের টানাপোড়েন সলমনের সঙ্গে আমার সমীকরণ পরিবর্তন করেনি। আমি এখনও তাঁকে ভালবাসি, আমি এখনও অনুভব করি যে তাঁর মতো মানুষ খুব কমই আছে। বড় হৃদয়, উষ্ণ হৃদয়, যখনই আমরা দেখা করি, আমরা ভালবাসার সঙ্গে দেখা করি। তিনি আমাকে অনেক সম্মান দেন এবং আমিও তাঁকে ভালোবাসি”।