গসিপ

বিচ ভাইবস-এ শার্টলেস বনি! ছবি পোস্ট হতেই তুমুল ট্রোল নেট দুনিয়ায়

টলিউডের অন্যতম উঠতি নায়ক বনি সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেতা। নিজের প্রতি মুহূর্তে নিয়ে আপডেট তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকেন। এবার ঘুরতে গিয়ে ও নিজের বেশ কিছু ছবি পোস্ট করলেন তিনি। এদিকে ছবি পোস্ট করতেই কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেতাকে। একের পর এক কটাক্ষ উড়ে এসেছে নেটিজেনদের তরফে।

সম্প্রতি সমুদ্র সৈকতের ধারে দাঁড়িয়ে শার্টলেস ছবি দিয়েছেন বনি। তার পরনে রয়েছে শর্টস। এই ছবি দেখেই কটাক্ষ করেছেন নেটিজেনরা। ছবি শেয়ার করে ক্যাপশনে বনি সেনগুপ্ত লিখেছেন,‘বিচ ভাইবস।’ এই ছবি দেখে কেউ লিখেছেন, একজন লিখেছেন, ‘অ্যাবস কোথায়?’ আরেকজন লিখেছেন, ‘লিডিং মোস্ট হিরো।’ আরেকজন লিখেছেন, ‘অভিনয় ছেড়ে বডি তৈরি করা প্রয়োজন।’

প্রসঙ্গত, বাংলা টলিউডে রিয়েল ও রিল লাইফের আরো এক জনপ্রিয় দুটি বনি এবং কৌশানি। দীর্ঘদিন যাবত চুটিয়ে প্রেম করছেন এই জুটি। তবে বিয়ের কথা উঠতেই বারবার দিনক্ষণের কথা কিছুই ঠিক করে বলতে পারেননি তারা। কিন্তু এবার কবে এই জুটি সাত পাকে বাঁধা পড়তে চলেছে তা জানিয়েছেন অভিনেতার বাবা অনুপ সেনগুপ্ত।

সম্প্রতি মদন মিত্রের সঙ্গে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন বনি সেনগুপ্ত এবং কৌশানি। সেদিন ১৭ই মে ছিল কৌশানির জন্মদিন। আর সেই উপলক্ষে সন্ধ্যেবেলায় শহরের এক রেস্তোরাঁয় খাওয়া-দাওয়ার আয়োজন করেছিলেন বনি সেনগুপ্তর বাবা পরিচালক অনুপ সেনগুপ্ত। সেখানেই বিয়ের দিনক্ষণের কথা ফাঁস করলেন অভিনেতার বাবা।

পরিচালক অনুপ সেনগুপ্ত বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালে এই বিবাহ সম্পন্ন হবে। তবে চূড়ান্ত দিন এখনো ঠিক হয়নি। এদিকে বিয়ের কথা বলতেই চরম অস্বস্তিতে পড়েন এই জুটি। যদিও এখনও নিজেদের বিয়ে নিয়ে মুখ খুলতে নারাজ তারা।

Back to top button