ডেস্টিনেশন ওয়েডিংয়ের পথে বনি-কৌশানি! কবে কোথায় গাঁটছড়া বাঁধছেন এই জুটি?

Published on:

ডেস্টিনেশন ওয়েডিংয়ের পথে বনি-কৌশানি! কবে কোথায় গাঁটছড়া বাঁধছেন এই জুটি?

নুসরতের পর আবারও টলিউডে বিদেশে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করতে চলেছেন কোনও তারকাজুটি। তাঁরা বনি-কৌশানী। এমনটাই খবর এখন টলিউড জুড়ে। ভোট মিটলেই বসবে বিয়ের আসর। অনেকদিন থেকেই তাঁদের বিয়ে নিয়ে জল্পনা ছিল এবার তাতেই সিলমোহর পড়ল।

টলিউড সূত্রে খবর, বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন টলিপাড়ার তারকাজুটি। ডেস্টিনেশন ওয়েডিং করবেন তাঁরা। তবে কলকাতায় বসবে বিয়ের আসর। সেখানে আমন্ত্রিত থাকবেন টলিউডের তাবড় তাবড় তারকারা।

   
 ⁠

পোশাক নির্বাচন থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, বিয়ের যাবতীয় বন্দোবস্ত চলছে পুরোদমে। দুই পরিবারের তরফ থেকে গোছগাছ প্রায় সাড়া বললেই চলে। তৈরি নিমন্ত্রিতদের তালিকাও। তবে কোথায় কবে ডেস্টিনেশন ওয়েডিং হবে সেই নিয়ে মুখ খোলেননি কেউ।

  
 ⁠

টলিউডের অন্যতম ফেভারিট জুটি বনি- কৌশানি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেতা। নিজের প্রতি মুহূর্তে নিয়ে আপডেট তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকেন। কিন্তু এই জুটি বিয়ে করবেন কবে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল অনেক দিন থেকেই। এবার তাতে খানিকটা সিলমোহর পড়ল।

বাংলা টলিউডে রিয়েল ও রিল লাইফের এক জনপ্রিয় দুটি বনি এবং কৌশানি। দীর্ঘদিন যাবত চুটিয়ে প্রেম করছেন এই জুটি। তবে বিয়ের কথা উঠতেই দিনক্ষণের কথা কিছুই ঠিক করে বলতে পারেননি তারা। কিন্তু এবার কবে এই জুটি সাত পাকে বাঁধা পড়তে চলেছে তা নিয়ে জল্পনার অবসান।

কিন্তু বনি আগেই জানিয়েছিলেন, ২০২৫ সালের আগে বিয়ে নিয়ে ভাবছেন না। তাঁর স্বপ্ন বিয়ের আয়োজন একেবারে গ্র্যান্ড হবে। উৎসবের আমেজে হবে বিয়ে। মেহেন্দি থেকে সঙ্গীত সবকিছুই হবে একেবারে ফিল্মি কায়দায়। তিনি ও কৌশানী এখন কাজে ব্যস্ত। তাই হাতের চাপ কমলে বিয়ের নিয়ে ভাববেন।