ফের সুখবর সিনে প্রেমীদের জন্য! গদর ২-র পর এবার কি বাজার কাঁপাতে আসছে সানি দেওলের বর্ডার ২?

প্রথম সিনেমা মুক্তির ২২ বছর পর মুক্তি পেয়েছে গদর এর সিক্যুয়েল। আর ২২ বছর পরেও ঠিক একই রকম উন্মাদনা লক্ষ্য করা গেল দর্শকদের মধ্যে। এবার এই সাফল্য দেখেই চিন্তা করা হচ্ছে বর্ডার ২ ছবি তৈরি করার।
বক্স অফিসে ঝড় তুলেছে গদর ২। এতটাই ঝড় তুলল যে চলতি বছরের মুক্তির দিনেই দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবির খেতাব জিতে নিয়েছে। প্রথম তিন দিনেই ১৩৫ কোটি টাকা লক্ষী লাভ হয়েছে এই সিনেমার। তবে সেই অংক বেড়ে গতকাল পর্যন্ত তা দাঁড়িয়েছে মোট ব্যবসার অঙ্ক হয়েছে ৩০৫ কোটি ১৩ লক্ষ টাকায়।
এই আবহে এবার বর্ডার ২ ছবি তৈরির কথা ভাবছেন প্রযোজক।জেপি দত্ত পরিচালনা করেছিলেন বর্ডার ৷ শুনতে পাওয়া যাচ্ছে বর্ডার ২ প্রযোজনা করতে চলেছেন জেপি দত্তই।
সানি দেওল,জ্যাকি শ্রফ, অক্ষয় খান্না, সুনীল শেট্টি, পূজা ভাট, টাব্বু, সর্বাণী মুখোপাধ্যায়, কুলভূষণ খারবান্দা, পুনীত ইশার, রাখি গুলজারদের অভিনীত বর্ডার ১৯৯৭ সালে মুক্তি পায়। ১৯৭১ সালের ইন্দো-পাক যুদ্ধের প্রেক্ষাপটে হয়েছিল ৷ এবার বর্ডার ২ সেই প্রেক্ষাপটেই তৈরি হতে চলেছে। জানা গিয়েছে ২/৩ বছর ধরেই এই ছবি তৈরির আলোচনা হচ্ছিল। তবে গদর ২ সাফল্য পেতেই সেই ভাবনা আরও জোড়ালো হচ্ছে।