গতানুগতিক নটা পাঁচটার ডিউটি পছন্দ ছিল না তাঁর কোনোকালেই। তাই কলেজে মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন পড়াশোনা। এরপরেই কোলাঘাটের অরূপ কুমার ঘোষ ঠিক করেন ব্যবসা করবেন। এখন সেই মাঝপথে কলেজ ছেড়ে দেওয়া সেই অরূপই ৪ কোটির ব্যবসা করছেন।
শুরুটা হয়েছিল একেবারেই সাধারণ ভাবে। তিনি বলেন, পরিবারের কিছু জমি রয়েছে। সেখানে ধান চাষ হত। কিন্তু কঠিন পরিশ্রম করেও বিরাট আয় হত এমনটা নয়। এরপর তিনি সিদ্ধান্ত নেন ফুলের চাষ করব। এরপর যেমন ভাবা তেমন কাজ। ব্যবসা বোঝার জন্য তিনি হায়দরাবাদের একটা দোকানে কাজও নিয়ে নেন। ৩৫০০ টাকার কাজ করা শুরু করেন তিনি।
কাজ করতে গিয়ে বোঝেন, কোলাঘাট থেকেই হায়দরাবাদের ওই মার্কেটে গাঁদা ফুল, গোলাপ ফুল আসে। এরপর কোলাঘাট থেকে ফুল নিয়ে তিনি পাঠাতে শুরু করেন হায়দরাবাদে। অরূপ জানিয়েছেন, ১০০টি গাঁদা ফুলের গোছা থেকে ২০০০-৩০০০ টাকা করে লাভ করা শুরু করি।
এরপর থাইল্যান্ডেও যান তিনি। ২৫ গ্রাম গাঁদা বীজও নিয়ে এসেছিলেন তিনি। এরপর ১ বিঘাতে চাষ করা শুরু করেন। সেই শুরু। আর পেছন ফিরে তাকাতে হয়নি। তাঁর এই কাহিনী অনুপ্রেরিত করার মতোই।