ভাইরাল

টিম-ইন্ডিয়ার হারের পর মা’কে জড়িয়ে কান্না খুদের, ভিডিও দেখে ফের হৃদয় ভাঙল নেটদুনিয়ার

অধরা থেকে গেল স্বপ্ন। আবার শুরু প্রতীক্ষার। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে মন খারাপ ভারতবাসীর। এই মন খারাপ কোনও ভাবেই কমার নয়। কিন্তু তাও কাছের মানুষের সান্ত্বনা হয়তো কিছুটা হলেও সেই ক্ষততে প্রলেপ দেয়।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তখন হলুদ ঝড়। জয়ের আনন্দে আত্মহারা অস্ট্রেলিয়া। অপরদিকে বিষন্নতা গ্রাস করেছে ভারতীয়দের। এই অবস্থায় বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েও মনমরা হয়েই থাকলেন বিরাট কোহলি।

সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে এক খুদে ভারতের হারে হাপুস নয়নে কেঁদে ভাসাচ্ছে।তার মাকে জড়িয়ে কেঁদেই চলেছে সে। শিশু থেকে বৃদ্ধ সকলেই টিম ইন্ডিয়ার এই হারে যেন ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে।

এই দেখে তার মা’ও বাকরুদ্ধ হয়ে পড়েন। মা-ছেলের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।১০-ম্যাচের দুর্দান্ত জয়ের ধারা বজায় রেখে ফাইনালে গিয়েও ভারত ২০০৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারের প্রতিশোধ নিতে পারেনি।

এদিকে ম্যাচ শেষে যখন গ্যালারিতে ফিরলেন বিরাট তখন এক মুহুর্তও আর দেরি না করে স্বামীকে জড়িয়ে ধরলেন অনুষ্কা। এতে খানিকটা হলেও হয়তো অনেক কিছু না পাওয়ার মধ্যেই কিছুটা শান্তি মিলল তাঁর। রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ছবি, যেখানে দেখা যাচ্ছে, বিরাট ক্যামেরার দিকে পিছন ফিরে। জার্সির পিছনে তাঁর নাম এবং ‘১৮’ নম্বর সংখ্যাটি স্পষ্ট। ক্যামেরার দিকে ফিরে অনুষ্কা। জড়িয়ে ধরে আছেন বিরাটকে।

Back to top button