সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কিছুই ভাইরাল হয় যা দেখে কার্যত তাজ্জব বনে যাওয়া ছাড়া কোনও উপায় থাকে না। একইসঙ্গে জনপ্রিয় হওয়ার জন্য এমন সব ভিডিও তৈরি করেন কেউ কেউ যাতে সে যে অপরাধ করছে সেই বিষয়টিও বেমালুম ভুলে যায়।
রিলস বানিয়ে কীভাবে রাতারাতি ভাইরাল হওয়া যায় তাই নিয়েই চিন্তায় মশগুল এক শ্রেণীর ছেলেমেয়ে। যার জেরে যেমন নাজেহাল হতে হয় আম জনতাকে। ঠিক তেমনই বিপদ হয় ওই সংশ্লিষ্ট ব্যক্তিরও। এবার এইরকম এক ভিডিও ফের ভাইরাল হল।
জনপ্রিয় হতে গিয়ে সরকারি সম্পত্তির ক্ষতি করলেন যুবক। ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতে একটি ফাঁকা কামরায় উঠে কোচের ভিতরের সিটের ঢাকা টেনে টেনে ছিঁড়ে ফেলছে যুবক।বার্থে রাখা একটি ধাতব প্লেটের মতো অংশও ফেলে দিচ্ছে সে। সে মানসিক বিকারগ্রস্ত কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছে।
ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।ঘটনাটি কবে ও কোথায় ঘটেছে তা স্পষ্ট নয়। ৩১ ডিসেম্বর এক্স সমাজমাধ্যমে এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে।