বাড়ির ছাদে শাহরুখ! কলকাতার যুবকের কাণ্ডে আপ্লুত খোদ কিং খান

এখন জওয়ান জ্বরে কাবু গোটা দুনিয়া। বলি থেকে টলি জওয়ানের আমেজে মেতেছে। এর মধ্যেই কলকাতার এক যুবক এক কান্ড ঘটিয়ে তাক লাগালেন। আর এই যুবকের কাণ্ডে আপ্লুত হয়েছেন খোদ শাহরুখ খানও। হঠাৎ কী করলেন এই যুবক?
প্রীতম চক্রবর্তী নামে কলকাতার বাসিন্দা এই যুবক নিজের বাড়ির ছাদে মার্বেল দিয়ে শাহরুখ খানের ছবি এঁকে ফেলেছেন। যার মাপ ৩০ ফুট। প্রিতমের এই শিল্পকর্ম সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে হু হু করে তা ভাইরাল হয়েছে। এমন কি পৌঁছে গেছে শাহরুখ খান পর্যন্ত।
মার্বেলের টুকরো এবং পেন্টব্রাশ ব্যবহার করেই প্রিয় নায়ককে ফুটিয়ে তুলেছেন প্রীতম। পুরো ভিডিওটি শুট করা হয়েছে ড্রোনের মাধ্যমে। শাহরুখ খান এই ভিডিও দেখে যারপরনাই আপ্লুত হয়েছেন। নিজের এক্স হেন্ডেলে তিনি লিখেছেন, “দারুণ। এভাবে আমার প্রতি ভালবাসা দেখানোর জন্য ধন্যবাদ। সত্যিই অসাধারণ হয়েছে।”
দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ অভিনয় করেছেন শাহরুখ। অন্যদিকে মুখ্য চরিত্রে রয়েছে। দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও।এছাড়াও বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা-সহ একঝাঁক তারকাদের দেখা মিলবে।
তবে প্রথম থেকেই মসৃণ ছিল না জওয়ানের পথ। সাত বার বাধা পেয়েছে এই ছবি সেন্সর বোর্ডের কাছে। বদল করতে হয়েছে বহু দৃশ্য। জানা যায়, ছবিতে একটি আত্মহত্যার দৃশ্য রয়েছে। তার সময় কমানো হয়েছে। মাথা কেটে ফেলার মতো দৃশ্য বাদ দিতে বলা হয়েছে। বেশ কিছু সংলাপেও বদল আনা হয়েছে। কিন্তু এত কিছুর পরেও শাহরুখের জওয়ান যে জয়ী হবেই তা আর বলার অপেক্ষা রাখে না।