অফবিট

প্রবল স্রোতে ভেসে যাচ্ছে শিশু! মায়ের আর্তনাদে শিশুকে বাঁচিয়ে হিরো এই যুবক, রইল ভাইরাল ভিডিও….

প্রকৃতির খামখেয়ালীপনায় আখেরে ভুগতে হয় মানুষকে। আর এই বিপর্যয়ে প্রাণ যায় বহু মানুষের। এবার এক শিশুর প্রবল ভেসে যেতে যেতেও রক্ষা পাওয়ার ভিডিও ভাইরাল হল। এক যুবকের তৎপরতায় প্রাণে রক্ষা পেল ওই শিশু।

সম্প্রতি এক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, প্রবল স্রোতে ভেসে যাচ্ছে চারিদিক। যেখানে জীবনের ঝুঁকি নিয়ে বন্যার জল পেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন মা ও সন্তান। এরমধ্যেই শিশুটিকে নিয়ে মা ফিরে আসার চেষ্টা করলে মা আসতে পারলেও শিশুটি ভেসে যায়।

এই ঘটনায় মা কেঁদে ফেলেন। এরমধ্যেই মা দেখতে পান ভেসে যাচ্ছে তাঁর সন্তান। সেইসময় ওখানে থাকা এক যুবক এক মুহূর্তও সময় নষ্ট না করে ঝাঁপিয়ে পড়েন ওই স্রোতের মধ্যে। উদ্ধার করে আনেন শিশুটিকে।

এই ভিডিও দেখে সবাই ওই যুবককে আশীর্বাদ করেছেন। যুবকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অপর একজনের প্রাণ বাঁচানোর এই সাহসকে কুর্নিশ জানিয়েছে গোটা নেট দুনিয়া।

Back to top button