উদ্দাম নাচের রিলস করতে করতেই বৃদ্ধের প্রাণ বাঁচালেন যুবক! প্রশংসা নেট দুনিয়ার

Avatar

Published on:

উদ্দাম নাচের রিলস করতে করতেই বৃদ্ধের প্রাণ বাঁচালেন যুবক! প্রশংসা নেট দুনিয়ার

সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কিছুই ভাইরাল হয় যা দেখে কার্যত তাজ্জব বনে যাওয়া ছাড়া কোনও উপায় থাকে না। একইসঙ্গে জনপ্রিয় হওয়ার জন্য ট্রেনে, বাসে, রাস্তায় নাচের ভিডিও করছেন অনেকেই। চলন্ত ট্রেনে বা স্টেশনে রিলস বানিয়ে কীভাবে রাতারাতি ভাইরাল হওয়া যায় তাই নিয়েই চিন্তায় মশগুল এক শ্রেণীর ছেলেমেয়ে। আবার ব্যস্ত রাস্তাতেও হঠাৎ করেই নাচতে শুরু করছেন কেউ কেউ। যার জেরে নাজেহাল হতে হয় আম জনতা কে। কিন্তু এবার এই রকমই রিলস বানাতে গিয়ে ট্রেন থেকে পড়ে যাওয়া এক বৃদ্ধের প্রাণ বাঁচালেন যুবক।

প্রায়ই ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রেনের মধ্যে নাচ করছেন তরুণ-তরুণরা। কখনো চলন্ত ট্রেনে বেলি ডান্স করতে দেখা গিয়েছে এক তরুণীকে। আবার কখনো রাস্তায়ও সাধারণ মানুষকে সরিয়ে দিয়ে অশ্লীল নাচ করছেন কেউ কেউ। এই ধরনের ঘটনায় যথেষ্ট বিরক্ত পথ চলতি মানুষ। কিন্তু এবার ঘটল এক উল্টো ঘটনা।

   
 ⁠

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি স্টেশনে চলন্ত ট্রেনের পাশে উদ্দাম নাচ করে ভিডিও বানাচ্ছেন এক যুবক। আর তখনই চলন্ত ট্রেন থেকে একেবারে যুবকের সামনে প্ল্যাটফর্মে পড়ে যান এক বৃদ্ধ। ঠিক সেই সময় ওই যুবক ধরে ফেলেন বৃদ্ধকে। প্রাণ রক্ষা পায় তাঁর।

  
 ⁠

https://x.com/Bhincharpooja/status/1831663052631990661?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1831663052631990661%7Ctwgr%5E1abdc77f1a7eb5d66cd30fee8f723e23c9a50627%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fmgmt-abp.ttef.in%2Fwp-admin%2Fadmin.php%3Fpage%3Dworkspace_create

এই ঘটনায় অনেকেই ওই যুবকের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘জীবনে যখনই সুযোগ পাবেন, সাহায্য করতে থাকুন’। আর একজন ব্যবহারকারী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ‘বৃদ্ধ ব্যক্তিকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। নাচতে থাকুন এবং রিল তৈরি করতে থাকুন।’