ক্যান্সার আক্রান্ত প্রেমিকার জন্য অভিনব উপহার প্রেমিকের! ভাইরাল ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

ভালোবাসা সত্যি কারের হলে কোন রকম বাধাই যেন প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করতে পারেনা। এবার এক এমনই গল্প ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছে গোটা নেট দুনিয়া। চোখে জল এসেছে তাদের।
প্রতিনিয়ত জীবন যুদ্ধের সঙ্গে লড়াই করে যাচ্ছেন প্রেমিকা। কারণ মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত তিনি। কঠিন সময়ে প্রেমিকার মুখে হাসি ফোটাতে অভিনব উপহার দিলেন প্রেমিক। যা মন ছুঁয়েছে নেটিজেনদের।রীতিমতো পরিকল্পনা করে একটি হলে বিয়ের আয়োজন করেন সেই ব্যক্তি।
প্রেমিকাকে রেস্তোরাঁয় নিয়ে যাবেন বলে বাড়ি থেকে বের করেন প্রেমিক। এরপর পরিকল্পনা মত রাস্তায় বেরিয়ে প্রেমিকাকে বলেন বেশ কিছু কাগজপত্র নিতে হবে তাকে তার জন্য একটু অন্য জায়গায় যেতে হবে। প্রেমিকের কথা মত তার সঙ্গে যান প্রেমিকা। এদিকে সেখানে আগে থেকেই বিয়ের আয়োজন সেরে রেখেছিলেন প্রেমিক। এবার সেই স্থানে ঢোকার সময় প্রেমিকার বিয়ের আয়োজন দেখে মনে হয় অন্য কারোর বিয়ের অনুষ্ঠান চলছে সেখানে তাই প্রেমিককেও সে যেতে বারণ করেন। কিন্তু প্রেমিক একপ্রকার জোর করেই তাকে সেখানে নিয়ে যান।
এরপরেই রয়েছে আসল চমক। এদিকে ততক্ষণই মহিলা বুঝে গিয়েছেন এই যাবতীয় আয়োজন করা হয়েছে তার জন্যই। বিয়ের এই আয়োজন এবং প্রেমিকের এই উদ্যোগ দেখে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। কেঁদে ফেলেন মুহূর্তেই। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। যুগলের এই আবেগপ্রবণ মুহূর্ত দেখে চোখের জলে ভেসেছেন নেটিজেনরাও।