সামনেই কোনও নিমন্ত্রণ আছে? কিংবা বন্ধুদের সঙ্গে আউটিং অথবা বিশেষ মানুষের সঙ্গে ডেটিং? এই প্ল্যানের মাঝেই যদি দেখেন হঠাৎ করেই মুখের মধ্যে ব্রণ বেরিয়েছে তাহলে পুরো প্ল্যানটাই মাটি হয়ে যায়। তাহলে রাতারাতি এই ব্রণ কমানোর উপায় কী? কয়েকটি ঘরোয়া টোটকা মেনে চললেই মুশকিল আসান হবে।
যাঁদের ব্রণ-প্রবণ ত্বক, তাঁদের প্রায়শই ভুগতে হয় ব্রণর সমস্যায়। যাঁদের নরম্যাল বা কম্বিনেশন ত্বক, তাঁরাও মাঝেমধ্যে ব্রণ নিয়ে নাজেহাল হয়ে পড়েন। এক্ষেত্রে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই সমস্যার সমাধান করা যেতে পারে।
প্রথমেই ভাল ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার মাখুন। ঈষদুষ্ণ জলের সঙ্গে লবঙ্গের গুঁড়ো মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এরপর সেই পেস্ট ব্রণতে লাগান। প্রথমে একটু জ্বালা করলেও পরে কাজ দেবে।
কাঁচা হলুদ বাটা দুধ বা দইয়ের সঙ্গে মিশিয়ে মুখে মাখুন। এতে ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে। ব্রণর প্রদাহ ও দাগ দুটো কমাতেই সাহায্য করবে। নিম পাতা বাটা কিংবা নিমের তেল ব্রণকে দূর করতে অব্যর্থ ঔষধি। রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রণর উপর নিমের তেল লাগিয়ে নিন। পরদিন সকালে দেখবেন ব্রণ গায়েব। সুতির কাপড়ে বরফ মুড়ে ব্রণর উপর কয়েক সেকেন্ড চেপে ধরুন। টানা কয়েক বার ব্রণর উপর বরফ সেঁক দিলে রক্ত সঞ্চালন ভালো হবে। ব্রণ নির্মূল হবে।