লাইফস্টাইল

সৌভাগ্য ফেরাতে শ্রাবনের প্রথম দিনেই কি করণীয়, জেনে নিন বিস্তারিত পদ্ধতি

এই বছর শ্রাবণ মাস শুরু হয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার থেকে। যেহেতু মঙ্গলবার থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে তাই আজকের দিনটিও একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা জানি হিন্দুধর্ম অনুসারে মঙ্গলবার হল বজরংবলীর দিন। হনুমান জির পুজো করার রীতি প্রচলিত আছে সপ্তাহের এই দিনটিতে। পুরাণ মতে দেখতে গেলে হনুমান জি-কে মহাদেবের অন্যতম অবতার হিসেবে দেখা যায়।

দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসের মঙ্গলবারে বজরংবলীর পুজো করতে পারেন। আজ শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবার হিসেবে একটি অত্যন্ত শুভ দিন। তাই এই দিনটিতে কোনও হনুমান মন্দিরে গিয়ে বেলপাতা নিবেদন করে বজরংবলীর আরাধনা করতে পারেন। তার ফলে মনের সব ইচ্ছে পূরণ হবে ও তাঁর কৃপা দৃষ্টি পাবেন।

এছাড়া বজরংবলী লাড্ডু খেতে খুবই ভালোবাসেন যে কারণে এদিন বেসন লাড্ডু নিবেদন করে পুজো করুন। আপনার উপর থেকে সব অশুভ শক্তির প্রভাব কেটে যাবে ও ভগবান প্রসন্ন হবেন।

লাড্ডু ছাড়াও শ্রাবণ মঙ্গলবারে বজরংবলীর পুজোয় তাকে পঞ্চমেওয়া নিবেদন করতে পারেন। এর মধ্যে থাকবে কাজু বাদাম, আমন্ড, কিশমিশ, শুকনো খেজুর এবং অর্ধেক শুকনো নারকেল। এই ভোগে অত্যন্ত প্রীত হন বজরংবলী।

Back to top button