সোশ্যাল মিডিয়ার ক্ষমতাই আলাদা। এই সামাজিক মাধ্যমের দৌলতে যেমন হারিয়ে যাওয়া পুরোনো মানুষকে খুঁজে পাওয়া যায় তেমনই সমাধান হয় অনেক সমস্যার। এবার তেমন ভাবেই একবছর আগে হারিয়ে যাওয়া মোষকে সোশ্যাল মিডিয়ার সৌজন্যেই খুঁজে পেলেন ব্যক্তি।
জানা গিয়েছে, বছর খানেক আগে উত্তরপ্রদেশের মোহিত নামে এক কৃষকের মোষ হারিয়ে যায়। তখন থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু পুলিশ কোনও ভাবেই সেই মোষ খুঁজে দিতে পারেনি। কিন্তু এক বছর পর ইনস্টাগ্রামে এক ভিডিওতে সেই মোষকে দেখতে পান মোহিত।
অভিযোগ করার পর কেটেছে এক বছর। পুলিশের পাশাপাশি মোহিতও ভুলে গিয়েছিলেন এই মোষের কথা। পুলিশও তেমন কিছু রফা করতে পারে নি। তবে মাস খানেক আগেই একটি ভিডিওতে ওই হারিয়ে যাওয়া মোষকে দেখতে পান মোহিত।
এই ভিডিওটি মাওয়ানা থানার খেড়ি মণিহার গ্রামে রয়েছে আপাতত সেই মোষ। ভিডিও দেখেই থানায় ছুটে গিয়েছেন মোহিত। খবর পেয়েই ওই গ্রামে কৃষক পরবিন্দরের বাড়ি যান পুলিশ আধিকারিকরা। ওই ব্যক্তি জানান, শামলির ভুরা নামে একজনের থেকে তিনি ওই মোষ কিনেছিলেন। পুলিশ ভুরাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে।