আবিরকে কি টপকাতে পারল দেব? বক্স অফিসে কেমন ঝড় তুলল ব্যোমকেশ ও দুর্গ রহস্য?

ব্যোমকেশ হিসেবে কে সেরা তাই নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকবে। দেব, আবির, পরমব্রত নাকি যিশু সেনগুপ্ত কাকে বেশি মানায় ব্যোমকেশ হিসেবে তাই নিয়ে বিতর্ক রয়েছে অনুরাগীদের মধ্যে। কিন্তু দর্শক কাকে সেরা বলছে সেটা অবশ্য দেখার বিষয়। এদিকে দেবের ব্যোমকেশ ও দুর্গ রহস্য মুক্তি পাওয়ার পর বক্স অফিসে কেমন ঝড় তুললো তা নিয়েও চলল প্রতিযোগিতা।
১১ আগস্ট মুক্তি পেয়েছে দেবের ব্যোমকেশ ও দুর্গ রহস্য। সেখানে অজিতের ভূমিকায় অভিনয় করেছেন অম্বরিশ ভট্টাচার্য এবং সত্যবতীর ভূমিকায় দেখা গিয়েছে রুক্মিণী মৈত্রকে। এদের সকলেরই অভিনয় অসামান্য। পাশাপাশি লোকেশনও দারুন। কিন্তু এই ছবি বক্স অফিস কতটা কাপাতে পারল তা দেখতে গিয়েই উঠে আসছে তুলনা।
দেখা গিয়েছিল, সাত দিনে আবিরের ‘ব্যোমকেশ গোত্র’ আয় করেছিল ৯৪ লক্ষ টাকা। সেই জায়গায় দেব আটকে মাত্র ৭৭ লক্ষে। প্রসঙ্গত ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘ব্যোমকেশ গোত্র’। যদিও দ্বিতীয় রবিবারও ব্যোমকেশ দেখতে হলে উপচে পড়েছে ভিড়, কলকাতায় প্রায় ১১টি শো ছিল কানায় কানায় ভর্তি। তবে এখন শোনা যাচ্ছে ইতিমধ্যেই ২ কোটির ঘরে প্রবেশ করেছে এই ছবি।
উত্তম কুমার থেকে শুরু করে যীশু সেনগুপ্ত, এদিকে হিন্দিতে সুশান্ত সিং রাজপুত্র কিংবা ওটিটিতে অনির্বাণ ভট্টাচার্য সকলকেই দেখা গিয়েছে ব্যোমকেশ এর ভূমিকায়। তবে কে সেরা কাকে সত্যান্বেষীর ভূমিকায় সব থেকে বেশি মানায় সেই বিতর্ক বরং চলতেই থাকুক। আর দর্শকরা উপভোগ করুক রহস্য।