সন্তানদের রক্ষা করতে জীবন বাজি! বিষাক্ত অজগরের দিকে তেড়ে গেল বিড়াল

Published on:

সন্তানদের রক্ষা করতে জীবন বাজি! বিষাক্ত অজগরের দিকে তেড়ে গেল বিড়াল

ছানাদের নিয়ে নিজের বাসস্থানে বসে ছিল এক বিড়াল। কিন্তু সেখানেই আচমকা হাজির হয় এক অজগর সাপ। আর এসেই ছোবল মারার চেষ্টা। কিন্তু পাল্টা তেড়ে যায় বিড়ালটিও। এতেই খানিকটা ভয় পেয়ে পিছিয়ে যায় ওই বিষধর।

সোশ্যাল মিডিয়ায় এমন সমস্ত ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয় যা দেখে একেবারে শিউরে উঠতে হয়। এই হাড় হিম করা ভিডিও দেখে চমকে যান দর্শকরাও। আর এই ধরনের ভিডিও পোস্ট হওয়া মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে।

   
 ⁠

সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, একটি বিড়াল দুটি ছানাকে নিয়ে বসে রয়েছে গর্তের মধ্যে। আচমকাই একটি বিশালাকার সাপ এসে আক্রমণ করতে যায় তাদের। নিজের সন্তানদের বাঁচাতে পাল্টা থাবা বসায় বিড়ালটি। বুদ্ধির জোরে প্রাণ বাঁচায় তারা।

  
 ⁠

কিছুদিন আগে আরও এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল, বাঁদরকে বারবার ছোবল মারছে বিষাক্ত গোখরো। কিন্তু তা সত্ত্বেও ওই সাপকে জড়িয়ে রয়েছে হনুমানটি। ভিডিওতে দেখা গিয়েছিল, সাপের কামড়ে দূরে পালানো তো দূরের কথা বরং তাকে মাফলারের মতো জড়িয়ে নিচ্ছে ওই হনুমানটি। একেবারেই নির্বিকার ওই হনুমান। ব্যথায় আর্তনাদ না করে বরং আরো বিরক্ত হচ্ছে সে।