বিনোদন

গোটা দুনিয়ায় ভারত-ইসরোর জয়জয়কার! চন্দ্রযান ৩ এর সাফল্যে উৎফুল্ল গোটা বিনোদন জগৎ

বুধবার ১৪০ কোটি ভারতবাসীর কাছে ছিল গর্বের দিন। চাঁদের মাটিতে সফলভাবে পৌঁছেছে চন্দ্রযান ৩। নজির স্থাপন করেছেন ইসরোর বিজ্ঞানীরা। চন্দ্রযান বিক্রম, এদিন সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। চন্দ্রযান ৩-এর সাফল্যের পিছনে রয়েছে ইসরোর বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম। তাঁদের কৃতিত্বকে কুর্নিশ জানাতে ভুললেন না টলি থেকে বলি তারকারা।

উচ্ছ্বস প্রকাশ করে টুইট করেছেন অনিল কাপুর, সানি দেওল, ভিকি কৌশল, ইয়ামি গৌতমরাও। সন্ধে ৬টায় সকলেই বসে পড়েছিলেন একেবারে টিভির সামনে। চাক্ষুষ করেছেন চন্দ্রযানের সাফল্য। তাদের পোস্টেই মিলেছে সেই প্রমাণ।

বলিউডের বাদশা শাহরুখ খান লিখেছেন, “আজ গোটা দুনিয়ায় ভারত আর ইসরোর জয়জয়কার। যাঁরা ভারতকে আজ গর্বিত করলেন, সেই সমস্ত মহাকাশবিজ্ঞানীদের শুভেচ্ছা”।

অক্ষয় কুমার লেখেন, “আজ কোটি কোটি মানুষ মন থেকে ইসরোকে ধন্যবাদ জানাচ্ছে। আপনারা আমাদের গর্বিত করেছেন। ইতিহাসের সাক্ষী থাকতে পেরে গর্বিত। ভারত চাঁদের দেশে আর আমরা সপ্তম স্বর্গে।”

বলিউডের পাশাপাশি টলিউড তারকারাও এই সফলতা নিয়ে গর্বিত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জিৎ, শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়, জিতু কামালরাও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীদের। জিৎ লিখেছেন, “ভারতের জন্য ঐতিহাসিক মুহূর্ত। মহাকাশচর্যায় ভারত আরও একধাপ এগিয়ে গেল। ইসরোর গোটা টিমকে শুভেচ্ছা। অক্লান্ত অধ্যাবসায়ে সফল ইসরো। জয় হিন্দ। আমি গর্বিত ভারতবাসী”।

Back to top button