দীপাবলিতে আদুরে পোস্ট শোভন-সোহিনীর! বাকি তারকা জুটিরা কে কীভাবে কাটালেন কালী পুজো?

প্রেমে পড়ার পর এই প্রথম দিওয়ালি তাদের। তাই একসঙ্গে আলোর উৎসবে রঙিন হয়ে উঠলেন শোভন-সোহিনী। তবে শুধু শোভন সোহিনী নয় টলিউডের অন্যান্য তারকা দম্পতিরাও আলোর উৎসবে রঙিন হয়ে উঠলেন।
প্রথমেই আসা যাক শোভন সোহিনীর কথায়। বেশ কয়েকদিন থেকেই তাদের প্রেমের জল্পনায় সরগরম টালিগঞ্জ। কয়েকটি ছবি দিয়ে এই জল্পনাকে কখনো উস্কে দিয়েছেন এই জুটি আবার কখনও সেই পোস্ট ডিলিট করে কৌতুহলকে প্রশমিত করেছেন। তবে এবার দীপাবলিতে আদুরে ছবি দিলেন সোহিনী। দুজনেই সেজে উঠেছিলেন লাল রঙের পোশাকে।

প্রথম পুত্র সন্তান জন্মের পর এই প্রথম দিওয়ালি গৌরব ঋদ্ধিমার কাছে। তাই এই বছর টা বেশি স্পেশাল তাদের কাছে। তাই ছেলে ধীরের নামেই রঙ্গোলি দিয়ে দীপাবলির শুভেচ্ছা জানালেন অনুরাগীদের। সম্পূর্ন পরিবারের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন তারা।
অভিনেতা জিতের পরিবারেও এসেছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে সদ্যই। দীপাবলির দিন তাঁদের পরিবারের সব থেকে খুদে সদস্যকে কোলে নিয়ে ছবি দিলেন মদনানি পরিবার। মেয়ে নভন্যার ১১ বছর পর ফের পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি।

দীপাবলিতে ছবি দিতে বাদ যাননি নুসরত জাহান যশ দাশগুপ্তও। নুসরত পড়েছিলেন হলুদ রঙের শাড়ি। স্ত্রীর সঙ্গে রং মিলিয়ে হলুদ পাঞ্জাবীতে সেজেছিলেন যশও। তবে এ বারের দীপাবলিতে অনুপস্থিত তাঁদের ছেলেরা।
এবার দীপাবলিতে একসঙ্গে দেখা গেলো রাহুল প্রিয়াঙ্কাকেও। ছেলে সহজকে নিয়ে ছবি দিলেন এই তারকা দম্পতি। ফের সম্পর্ক জোড়া লেগেছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারের। দ্বিতীয় বার আবার একসঙ্গে থাকতে শুরু করেছেন তাঁরা।
