শব্দচয়ন নিয়ে আপত্তি! কপিল শর্মাকে নিষিদ্ধ করেছিল চ্যানেল

Published on:

শব্দচয়ন নিয়ে আপত্তি! কপিল শর্মাকে নিষিদ্ধ করেছিল চ্যানেল

কমেডির মুকুটহীন সম্রাট যদি কাউকে বলা যায় তাহলে তিনি একমাত্র কপিল শর্মা। তার কথার হাস্যরসে মুগ্ধ থাকে গোটা দেশবাসী। নিজের ক্ষমতাতেই ছোট পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। কিন্তু এহেন দক্ষ কৌতুক অভিনেতাকেও নিষিদ্ধ করেছিল চ্যানেল।কারণ কী?

একবার নিজের ছবি ‘জিগাটো’র প্রচারে করিনা কপূরের শো-এ এসেছিলেন কপিল। সেখানেই জানান মজার ছলে ‘পাগল’ বলাই কাল হয়েছিল তাঁর। রীতিমতো নিষিদ্ধ করার সর্তকবাণী দেওয়া হয় কপিলকে। যদিও এক্ষেত্রে নিজের স্বপক্ষে যুক্তি দিয়েছিলেন অভিনেতা।

   
 ⁠

অভিনেতা জানিয়েছেন, “পঞ্জাবে পাগল শব্দটা মজার ছলেই ব্যবহার করা হয়। এখানে অন্যের ভাবাবেগে আঘাতের কোনও কারণ দেখি না।” বলিউডে নতুন ছবি মুক্তির আগে কপিলের শোয়ে আসা এখন এক রকম রীতি হয়ে গিয়েছে। উপস্থিত অতিথিদের সঙ্গে হাসি-মস্করা করতে দেখা যায় কপিলকে। তাতেই বাধ সাধে চ্যানেল। আপত্তি তোলে তাঁর শব্দচয়ন, ভাষা নিয়ে। পরিস্থিতি এমন হয় যে, নিষিদ্ধ করা হয় কপিলকে।

  
 ⁠

প্রায় এক দশকের বেশি সময় ধরে চলছে এই শো। বড় বড় তাবড় দাবর সব তারকারা তার এই শোয়ে আসেন। কিন্তু এবার তাঁর শব্দ চয়নের জন্যই তাঁকে নিষিদ্ধ করল চ্যানেল।