জীবনে চলার পথে মেনে চলুন চাণক্যর এই ৫ নিয়ম! সুখ শান্তি উপচে পড়বে সংসারে

আচার্য চাণক্য বেশ কিছু নীতি বা পরামর্শ দিয়ে গিয়েছেন। সে পরামর্শ বা নীতি মেনে চললে জীবনে কখনো শান্তির অভাব হবে না। বেশ কিছু কাজ করার ক্ষেত্রে নিষেধও জারি করেছেন তিনি তার এই নীতি শাস্ত্রে। সেই নিষিদ্ধ কাজ গুলি যদি করা হয়ে থাকে তাহলে জীবনের রাজা থেকে ফকির হতে বেশি সময় লাগবে না। তিনি জানেন কিভাবে মুহূর্তের মধ্যেই রাজাকে ফকির অথবা ফকিরকে রাজা বানানো যায়।
চাণক্য তার নীতি শাস্ত্রে বলে গিয়েছেন, যদি সততার সঙ্গে নিজের কাজ করা যায় তাহলে জীবনে কখনো শান্তির অভাব হয় না। সব সময় সৎ পথে চলতে হবে। নিজের কাজে সততা বজায় রাখতে হবে। অসৎ পথ অবলম্বন না করে যদি সব সময় সৎপথে চলা যায় তাহলে মা লক্ষ্মী আপনার উপর একদিন ঠিক সদয় হবে। সংকটের সময়ে কখনোই সততা ত্যাগ করা উচিত নয়, আপনি অবশ্যই একদিন ধন উপার্জন করতে পারেন।
আরও পড়ুন: রবিবারে জমিয়ে খান গন্ধরাজ চিংড়ি পোলাও, রইল সহজ রেসিপি
তিনি আরো বলেছেন, মানুষ তার কর্মফল এই জীবনেই ভোগ করেন। ভালো কর্ম করলে তার সুফল এবং খারাপ কর্ম করলে তার দুর্ভোগ মানুষকে এক জন্মেই ভোগ করে যেতে হয়। তাই নিজের অর্থ বা ক্ষমতার দম্ভ করে যা কখনোই করা উচিত নয়। তেমনই খারাপ সময়েও ধৈর্য্য হারানো উচিত নয়। চাণক্যনীতি বলে, যেসব ব্যক্তি খারাপ সময় আসলেও ভেঙে পড়েন না, তাদের জীবনে খারাপ সময় সহজেই কেটে যায় এবং আবার ভালো সময় আসে।
যে সকল ব্যক্তি নিজের জীবনের দায়িত্ব যথাসময়ে সঠিকভাবে পালন করেন তারা সব সময় ভালো থাকেন। সাময়িকভাবে খারাপ সময় এলেও তা অতি দ্রুত কেটে যায়। মা লক্ষ্মী সর্বদাই দায়িত্বশীল ব্যক্তির প্রতি তুষ্ট হন।
আরও পড়ুন: বৃষ্টির দিনে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদে সর্ষে চিকেন, চেটেপুটে খাবে সকলেই
চাণক্য নীতি অনুসারে মানুষের ব্যবহারই তার পরিচয়। কখনোই অপর ব্যক্তির সঙ্গে অহংকারে বা দম্ভের ভারে খারাপ ব্যবহার করা উচিত নয়। কখনোই সজ্ঞানে কোন ব্যক্তির শারীরিক মানসিক বা আর্থিক ক্ষতি করা কাম্য নয়। তাহলে সেক্ষেত্রে নিজের কর্মফল নিজেকেই বুঝতে হবে। যদি কোন ব্যক্তির লক্ষ্য স্থির থাকে তাহলে একসময় সমস্ত বাধা বিঘ্ন কেটে গিয়ে তার জীবনে সাফল্য আসবেই।