বিনোদন

মারণ রোগকে জয় করেছেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী! ফের গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ছবি মিত্তল

ক্যানসারের সঙ্গে লড়াই করে ফিরে এসেছেন। মারণ রোগকে হারিয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছবি মিত্তল। কিন্তু ফের অসুস্থ পড়েছেন অভিনেত্রী। নিজেই জানিয়েছেন সেই কথা।

জিম সেশনের ছবি দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, কস্টোকনড্রাইটিস হয়েছে তাঁর। এই রোগের অর্থ, ক্যানসার চিকিৎসার রেডিয়েশনের জেরে এমনটা হয়েছে অথবা অস্টিওপেনিয়ার (বোন মিনারেল ডেনসিটি) জন্য নেওয়া ইঞ্জেকশন। কিংবা খুব বেশি সর্দি-কাশির ফলে এই নতুন অসুখ হয়।

তবে অসুস্থ হয়ে পড়লেও কোনও মতেই হার মানতে রাজি নন তিনি। তবে মাঝে মাঝে নেগেটিভ হয়েও পড়েন তিনি। এইকথা জানিয়ে তিনি বলেন, “বুকে বিশ্বাস নিয়ে আমি জিমে (যেখানে আমি ভাল থাকি) চলে এসেছি। কেন জানেন? আমরা সবাই পড়ে যায়, কিন্তু আবার তো উঠে দাঁড়াই তাই না? আমি তো তাই করি! যাঁরা শুনতে চান তাঁদের বলি। জানি আপনাদের সমস্যা হয়তো কোনও না কোনওভাবে আমার থেকে আলাদা। কিন্তু আপনি একা নন আর এই সময়টাও পার হয়ে যাবে”।

এই ধরনের রোগে প্রবল প্রদাহ এবং যন্ত্রণা হয়। জোরে নিঃশ্বাস নিতে গেলে বা হাসতে গেলেও তাঁর ব্যথা হচ্ছে। উঠতে, বসতে, শুতে ব্যথা অনুভব করছে। ৪০ বছরের বেশি হলে সেক্ষেত্রে সমস্যা বেশি হয়।

Back to top button