শিশুর কামড়ে প্রাণ গেল সাপের! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেট দুনিয়া

Avatar

Published on:

শিশুর কামড়ে প্রাণ গেল সাপের! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেট দুনিয়া

সোশ্যাল মিডিয়ায় এমন সমস্ত ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয় যা দেখে একেবারে শিউরে উঠতে হয়। এই হাড় হিম করা ভিডিও দেখে চমকে যান দর্শকরাও। আর এই ধরনের ভিডিও পোস্ট হওয়া মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সাপকে কামড়ে দিল এক শিশু। এর জেরে মৃত্যু হয়েছে সাপটির । তবে দিব্যি সুস্থ রয়েছে সেই শিশু। বিহারের গয়া জেলায় জামুহার গ্রামে এই ঘটনা। ক্যাপশনে লেখা, বিহারের এক খুদে সাপকে কামড়ে দিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন বাচ্চাটি পুরোপুরি সুস্থ রয়েছে। সাপের অ্যাসোসিয়েশন বিচার চাইছে।

   
 ⁠

জানা গিয়েছে, শিশুটির বয়স মাত্র ১ বছর। সে বাড়ির ছাদে বসে খেলছিল। তখনই সাপটি ওখানে চলে আসায় তাকে মুখে দিয়ে চিবোতে থাকে শিশুটি। তাঁর মা এই কাণ্ড দেখে ছুটে এসে সাপটিকে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকেরা শিশুকে পরীক্ষা করে জানান, বাচ্চা পুরোপুরি সুস্থ রয়েছেন। ভয়ের কোনও কারণ নেই।

  
 ⁠

চিকিৎসকদের সাপটির ছবি দেখান ওই খুদের মা। চিকিৎসকেরা জানিয়েছে, এই সাপটি বিষাক্ত নয়। বর্ষাকালে এমন সাপ মাঝেমধ্যেই দেখা যায়। এদিকে এই সংক্রান্ত একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেটে। ভিডিও দেখে অনেকেই শিশুকে সাহসীর তকমা দিয়েছেন।

তবে এই ভিডিও দেখে শিউরেও উঠেছেন অনেকেই। শিশুটির সাহসকে ধন্যি ধন্যি করলেও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। শিশুটির বিপদ হতে পারতো ভেবেও অস্থির হয়েছেন কেউ কেউ।