সিনেমা

বড় পর্দায় ফিরছে চিরঞ্জিত-ঋতুপর্ণার জুটি! কবে থেকে শুরু নতুন ছবির শুটিং?

বাংলা টলিউড কে এক সময় মাতিয়ে রেখেছিল প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি। তবে তার সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করত ঋতুপর্ণার সঙ্গে চিরঞ্জিতের জুটিও। কিন্তু তারপর আধুনিকতার যুগে সেই জুটি বিলীন হয়েছে। কিন্তু ফের বড়পর্দায় দেখা যাবে চিরঞ্জিত ঋতুপর্ণার জুটিকে।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা দাসের প্রযোজনায় উইন্ডোজ প্রোডাকশনের নতুন ছবি আসতে চলেছে দাবারু। এই ছবিতেই জুটি বাঁধতে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তী এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক পথিকৃৎ বসু। যিনি এর আগে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘কাছের মানুষ’-এর মতো ছবির পরিচালনা করেছেন।

ছবিতে দাবাড়ু প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করবেন চিরঞ্জিত। অপরদিকে এক দাবারুর মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণা কে। এই ছবিতে চিরঞ্জিত চক্রবর্তী ও ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কৌশিক সেন, দীপঙ্কর দে, বিশ্বনাথ বসু, শঙ্কর চক্রবর্তী, সংঘশ্রী মিত্ররা।

এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে পরিচালক জানিয়েছেন, দাবাড়ু’র জন্য বাড়তি গবেষণা করতে হয়েছে, কারণ এই ছবি বায়োপিক ঘরানার। উত্তর কলকাতার সাধারণ পরিবারের ছেলে সূর্যশেখর গঙ্গোপাধ্যায় কিভাবে ধীরে-ধীরে ‘গ্র্যান্ডমাস্টার’ হয়ে ওঠে, সেই গল্পই বলবে ‘দাবাড়ু’। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের আগামী ২০ তারিখ থেকে শুরু হবে এই ছবির শুটিং।

Back to top button