কেন শুধু বাবার ছবিতেই অভিনয়? চুমকি চৌধুরীর বাড়ির এই নিয়ম জানলে চমকে যাবেন

Avatar

Published on:

কেন শুধু বাবার ছবিতেই অভিনয়? চুমকি চৌধুরীর বাড়ির এই নিয়ম জানলে চমকে যাবেন

একটা সময় বাংলা সিনেমায় হিরোইন মানেই ছিল চুমকি চৌধুরী। অঞ্জন চৌধুরীর একের পর এক হিট ছবিতে নায়িকা হিসেবে একমাত্র ছিলেন চুমকি চৌধুরী। কিন্তু শুধু মাত্র বাবার ছবিতেই কেন সীমাবদ্ধ ছিল তার গণ্ডি? কেন আর অন্য কোনও সিনেমায় কাজ করলেন না তিনি?

সারাজীবন বাবার ছবির হিরোইন হতেই দেখা গিয়েছে চুমকিকে। অন্য পরিচালকের অফার যে ছিল না এমনটা নয়। কিন্তু তাও বাবার ছবিতেই একমাত্র অভিনয় করে গেছেন তিনি। এর পেছনে আছে এক অন্য কারণ। কারণ জানলে অবাক হবেন।

   
 ⁠

বরাবরই ইন্ডাস্ট্রির ভালো মেয়ে চুমকি চৌধুরী। তাঁকে নিয়ে নেই কোনও গসিপ। খ্যাতির পিছনে ছোটা নয়, বরং তাঁর ইচ্ছে ছিল, ভাল জীবনযাপন, সংসার, উচ্চাকাঙ্ক্ষী কোনওদিনই ছিলেন না তিনি। আর সেই কারণেই না চাইতেও পেয়েছেন নানা সাফল্য।

  
 ⁠

চুমকি চৌধুরীর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে সুপার ডুপার হিট। গোল্ডেন জুবিলি হিট যাকে বলা যায়। একের পর এক বাংলা ছবিতে কাজ। জুটি বেঁধেছেন প্রসেনজিৎ থেকে অভিষেক চট্টোপাধ্যায় অনেকেই সঙ্গেই। এক সাক্ষাতকারে তিনি জানিয়েছিলেন, “আমার জন্য ভালবাসা ভালবাসার সময় তরুণ জেঠু অফার নিয়ে এসেছিল। আর মিলন তিথির সময় সুখেন জেঠূ এসেছিলেন, কিন্তু বাবা করতে দেয়নি”।

নায়িকা জানান, “বাবা বাইরে ছবি করতে দেয়নি। তবে একবার ‘মহাসংগ্রাম’ বলে একটি ছবি করেছিলাম। ওই প্রথম ওই শেষ। বাবা দেখি বারবার করে পরিচালক-প্রযোজককে ফোন করছে, বলছে, ছাড়, দেরি হচ্ছে কেন। মা বলেছিল, “এমন করছ তো, তোমার মেয়েকে কেউ কোনওদিনও আর ডাকবে না।”

এদিকে নিজের প্রথম ছবির অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, “একদিন স্কুল থেকে ফিরি, বাবা তখন হিরকজয়ন্তী ছবির জন্য নায়িকা খুঁজছেন। হঠাৎ করেই বললেন, এ কী নায়িকা তো ঘরেই আছে”।