সিরিয়াল

ছোটপর্দায় ফিরছেন চুমকি চৌধুরী! এবার কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?

একসময় বড় পর্দায় ছুটিয়ে অভিনয় করেছেন চুমকি চৌধুরী। তবে তার বাবার ছবি ছাড়া অন্য কোন ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা যায়নি। এরপর বেশ কিছু বছর বিরতি নিয়ে ছোট পর্দায় ফিরেছিলেন তিনি। সেই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর আবার বেশ কিছুদিন পর ছোট পর্দায় দেখা যেতে চলেছে অভিনেত্রীকে।

জানা গিয়েছে, সান বাংলার ‘দ্বিতীয় বসন্ত’ সিরিয়ালের অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। ইতিমধ্যেই প্রোমো প্রকাশ্যে এসেছে। ধারাবাহিকের আগাম ঝলকে দেখা যাচ্ছে, বউমার জন্য সুযোগ্য পাত্র খুঁজছেন তিনি। চুমকি চৌধুরী ছাড়াও নতুন এই সিরিয়ালে রয়েছেন সোহিনী গুহ রায় এবং জেসমিন রায়কে দেখা যাবে।

একটা সময় বাংলা সিনেমায় হিরোইন মানেই ছিল চুমকি চৌধুরী। অঞ্জন চৌধুরীর একের পর এক হিট ছবিতে নায়িকা হিসেবে একমাত্র ছিলেন চুমকি চৌধুরী। সারাজীবন বাবার ছবির হিরোইন হতেই দেখা গিয়েছে চুমকিকে। অন্য পরিচালকের অফার যে ছিল না এমনটা নয়। কিন্তু তাও বাবার ছবিতেই একমাত্র অভিনয় করে গেছেন তিনি।

বরাবরই ইন্ডাস্ট্রির ভালো মেয়ে চুমকি চৌধুরী। তাঁকে নিয়ে নেই কোনও গসিপ। খ্যাতির পিছনে ছোটা নয়, বরং তাঁর ইচ্ছে ছিল, ভাল জীবনযাপন, সংসার, উচ্চাকাঙ্ক্ষী কোনওদিনই ছিলেন না তিনি। আর সেই কারণেই না চাইতেও পেয়েছেন নানা সাফল্য।

Back to top button