৮০-৯০ এর দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত জনপ্রিয় মাউথ ফ্রেশনার হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে চুটকি। এই চুটকি নামটি নিলেই চোখের সামনে ভেসে ওঠে নীল প্যাকেটের মাঝে একটি মিষ্টি মুখের ছবি। তবে জানেন কি এই মিষ্টি মুখের মেয়েটি কে? কিই বা তাঁর পরিচয়?
১৯৭০ সালে চালু হওয়া এই চুটকি কিন্তু সাধারণ মানুষের নজরে এসেছিল প্যাকেটে দেওয়া একটি ছবি দেখেই। একটা সময় অনেকের মনেই কৌতূহল তীব্র হয়েছিল, যে চুটকির প্যাকেটে ছাপা এই মেয়েটি আসলে কে?
চুটকির এই মেয়েটির নাম অনিতা ডামেলো। ১৯৬৮ সালে, তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কিন্তু মাঝপথেই আউট হয়ে যান তিনি। এরপর ধীরে ধীরে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন। কিন্তু তাতেও বিশেষ সফল হননি তিনি। পরবর্তীতে তিনি শুরু করেন নানা সংক্ষিপ্ত মডেলিংয়ের কাজ। ছোট ছোট বিজ্ঞাপনের কাজ করেছেন তিনি।
এমনই এক বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে ভাগ্য খোলে তাঁর। চুটকির প্যাকেটে মুখ হিসেবে দেওয়ার জন্য অডিশন নেওয়া শুরু হয়। অনিতাও ডামেলোও এই অডিশনে হাজির ছিলেন। ফটোশ্যুটের পর তাঁকে বেছে নেয় কোম্পানি। এরপর বদলে যায় অনিতার জীবন। এক অচেনা মডেল থেকে রাতারাতি বিখ্যাত মুখ হয়ে ওঠেন তিনি।
এরপর শোনা যায়,ব্রাজিলের এক প্রবাসীকে বিয়ে করে তিনি ভারত ছেড়ে স্বামীর সঙ্গে ব্রাজিলে চলে যান। সেখানেই পাকাপাকি ভাবে থাকতে শুরু করেন। এই মডেলের জীবনাবসান হয়েছে বলেও শোনা যায়।