বলি থেকে টলি সিনেমা রিলিজের হিড়িক! আজ মুক্তি পেল কোন কোন ছবি?

Avatar

Published on:

বাতিল 'বাবলি'র প্রিমিয়ার! ভিডিও বার্তা দিয়ে বিশেষ কারণ জানালেন শুভশ্রী

স্বাধীনতা দিবস মানে ছুটির দিন। তুই এই দিনগুলোতে বহু সিনেমার রিলিজ হয়। এবারের ৭৮ তম স্বাধীনতা দিবসেও অন্যথা হলো না তার। হিন্দি থেকে বাংলা একগুচ্ছ ছবি মুক্তি পেল এ দিন। আসুন দেখে নেওয়া যাক ছুটির দিনে কী কী ছবি মুক্তি পেল।

মৃণাল সেনের ৯৯ তম জন্মদিবসে সৃজিত মুখোপাধ্যায়ের বহুপ্রতীক্ষিত ছবি ‘পদাতিক’ মুক্তি পেল। মৃণাল বেশে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে । মৃণালের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করছেন মনামি । ছবির প্রযোজনায় ফ্রেন্ডস কমিউনিকেশন ।

   
 ⁠

১৫ অগাস্ট ওটিটি-তে মুক্তি পেল ওয়েব সিরিজ পরিণীতা । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে নিয়ে আগে তিনটি সিনেমা হয়েছে । সেই তালিকায় রয়েছে ১৯৬৯ সালে মুক্তি পায় অজয় করের ছবি, ১৯৫৩ সালে বিমল কর, ও ২০০৫ সালে বিদ্যা বালানের পরিণীতাও মুক্তি পেয়েছে । এবার সিরিজ রূপে পরিণীতা দেখবেন দর্শকরা । শেখরের চরিত্রে গৌরব চট্টোপাধ্যায় । ললিতা হিসেবে দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায়-কে ।

  
 ⁠

বুদ্ধদেব গুহ-র উপন্যাস বাবলি-কে বড়পর্দায় আনলেন পরিচালক রাজ চক্রবর্তী । সিনেমার ট্রেলার, গান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে । এই প্রথমবার সিনেমায় জুটি বাঁধলেন আবির-শুভশ্রী । দু’জনের কেমিস্ট্রি দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় দর্শকরা । আবির, শুভশ্রী ছাড়াও সিনেমায় দেখা যাবে সৌরসেনী মৈত্রকে।

অন্যদিকে বলিউডে মুক্তি পেল স্ত্রী টু। ২০১৮ সালে চান্দেরির ত্রাস ছিল ‘স্ত্রী’ । ২০২৪ সালে সেই গ্রাম এবার সারকাটা-র কবলে । রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী টু মুক্তি পাচ্ছে ১৫ অগাস্ট । সিনেমার ট্রেলার দেখার পর থেকেই স্ত্রী টু-কে ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে । ৬ বছর আগে বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল স্ত্রী । এবার সরকাটার গল্প কতটা মানুষের মন জয় করবে, তা সময়ই বলবে।

১৫ অগাস্ট মুক্তি পাচ্ছে অক্ষয়ের সিনেমা খেল খেল মেঁ । সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন বাণী কাপুর, তাপসী পান্নু, অ্যামি ভির্ক, ফারদিন খানকে । কমেডি ঘরানার ছবি । আজ মুক্তি পাচ্ছে ভেদা সিনেমা । জন আব্রাহাম ছাড়াও সিনেমায় দেখা যাবে শর্বরী ওয়াঘ, তমান্না ভাটিয়া-কে ।