নাকে ঢুকে গলার দিকে যাচ্ছে আরশোলা! বুঝতে পেরেই যা করলেন ব্যক্তি….

Avatar

Published on:

নাকে ঢুকে গলার দিকে যাচ্ছে আরশোলা! বুঝতে পেরেই যা করলেন ব্যক্তি....

অঘোরে ঘুমোচ্ছিলেন ব্যক্তি। সেই সুযোগেই নাক দিয়ে ঢুকে গিয়েছে আরশোলা। কিন্তু ঘুণাক্ষরেও সেই টের পাননি তিনি। কিন্তু ঘুম ভাঙতেই অস্বস্তি বোধ হতে শুরু করে। ৫৮ বছর বয়সী এই প্রৌঢ়ের নাকে তীব্র যন্ত্রণা হতে থাকে। শেষে চিকিৎসকের পরামর্শ নিয়ে আরশোলার থেকে রেহাই পান ওই প্রৌঢ়।

চিনের হেনান প্রদেশের বাসিন্দা হাইকোউ। ঘুম ভাঙার পর ওই ব্যক্তি অনুভব করেন কিছু একটা নড়াচড়া করছে তাঁর নাকের ভেতর। এদিকে ওই আরশোলা তখন নাক থেকে গলার দিকে যাচ্ছে।

   
 ⁠

বিষয়টিতে প্রথম দিকে গুরুত্ব না দিলেও পরে তিনি খেয়াল করেন তাঁর মুখ দিয়ে দুর্গন্ধ বেরচ্ছে। এমন ভাবে তিনদিন চলতে থাকে। মুখের দুর্গন্ধ তো কমেই না। উল্টে হলুদ রঙের কফ পড়তে থাকে। এরপরই চিকিৎসকের শরণাপন্ন হন প্রৌঢ়।

  
 ⁠

প্রথমদিকে বেশ কিছু পরীক্ষা করেও ধরা পড়েনি কিছুই। তাঁর বুকে সিটি স্ক্যান করেন। সেখানেই প্রৌঢ়ের বুকে কিছু একটা দেখতে পাওয়া যায়। এর জন্য ব্রঙ্কোস্কপি করানোর পরামর্শ দেন চিকিৎসক। রিপোর্ট দেখেই তড়িঘড়ি অপারেশন করা হয়। এখন অনেকটাই সুস্থ ওই প্রৌঢ়।