বন্ধ হচ্ছে এই জনপ্রিয় মেগা! ভালো টিআরপি থাকতেও কেন এই সিদ্ধান্ত?

Avatar

Published on:

বন্ধ হচ্ছে এই জনপ্রিয় মেগা! ভালো টিআরপি থাকতেও কেন এই সিদ্ধান্ত?

সময়ের আগেই শেষের পথে আরও এক জনপ্রিয় মেগা সিরিয়াল। মাত্র একবছর চারমাস চলেই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। তার বদলে আসতে পারে নতুন ধারাবাহিক। এমনটাই জল্পনা চলছে টালিগঞ্জে। মূলত টিআরপি না থাকার কারণেই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। এদিকে জি বাংলায়ও এক সপ্তাহে বন্ধ হয়েছে ৪টি মেগা সিরিয়াল।

এবার কোপ পড়েছে কালার্স বাংলার উপর। বন্ধ হচ্ছে ধারাবাহিক ‘রাম কৃষ্ণা’। যদিও প্রথম দিকে টিআরপি মোটামুটি ঠিকই ছিল জনপ্রিয় এই ধারাবাহিকের । কিন্তু পরের দিকে টিআরপি ক্রমেই পড়ে যেতে থাকে। এরপরেই চ্যানেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এই ধারাবাহিক বন্ধ করার।

   
 ⁠

রাম ও কৃষ্ণার জীবন গত দেড় বছরে নানান বাধার সম্মুখীন হয়েছে ঠিকই কিন্তু হাসিমুখেই বিদায় নেবেন তাঁরা। শুরুতে এই সিরিয়াল দর্শকদের নজর কেড়েছিল, যদিও গত কয়েকমাস ধরে সেভাবে সাড়া পাচ্ছিল না। অগত্যা সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত।

  
 ⁠

স্টার জলসা এবং জি বাংলা দুটো চ্যানেলই টিআরপি কম থাকলে বেশ কিছু ধারাবাহিক বন্ধ করে দিতে বাধ্য হয় নির্মাতারা। তবে যদি কোনও ধারাবাহিকের টিআরপি কম থাকা সত্ত্বেও দর্শকদের পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে তার সময় পরিবর্তন করা হয়। কিন্তু এই ক্ষেত্রে ধারাবাহিকটি একদম নতুন হওয়ায় এত তাড়াতাড়ি টাইম লিপ নেওয়া সম্ভব না বলে জানিয়ে দিয়েছে প্রোডাকশন হাউজ।