কর্মীদের কাজে আপ্লুত ডিরেক্টর! খুশি হয়ে দিওয়ালিতে গাড়ি উপহার কোম্পানির

Published on:

কর্মীদের কাজে আপ্লুত ডিরেক্টর! খুশি হয়ে দিওয়ালিতে গাড়ি উপহার কোম্পানির

কোম্পানিকে এগিয়ে নিয়ে গেছেন কর্মীরাই। তাদের জন্যই আজ কোম্পানি সুনাম অর্জন করেছে এবং লাভের মুখ দেখেছে। এমনটাই বিশ্বাস রাখেন কোম্পানির ডিরেক্টর। আর সেই কারণেই এবার বাছাই করা কয়েকজন কর্মীকে দিওয়ালিতে গাড়ি উপহার দিলেন অফিসের বস। আর এই ভিডিও ভাইরাল হতেই প্রশংসার ঝড় বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এটি একবছর আগের ঘটনা।

ঘটনাটি হরিয়ানার পাঁচকুলার। সেখানে একটি ওষুধ কোম্পানি মিটসকার্ট। ওই কোম্পানির ডিরেক্টর বাছাই করা 12 জন কর্মীকে গাড়ি উপহার দিয়েছেন। এমনকি এদের মধ্যে রয়েছেন এক অফিস বয়ও। যদি তারা কাজ ঠিকমতো করেন তাহলে আগামী দিনে আরো ৩৮ জনকে এই গাড়ির উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে ওই ডিরেক্টরের।

   
 ⁠

টাটা পাঞ্চ। এই গাড়ির দাম শুরু হচ্ছে ৬ লাখ থেকে। ২০২১ সালে এটা বাজারে এসেছিল। দিওয়ালিতে বসের কাছ থেকে এই ধরনের উপহার পেয়ে কার্যত অবাক কর্মীরা। এদের মধ্যে অনেকেই আবার গাড়ি চালাতেও পারেন না। কিন্তু উপহার পেয়ে খুশি তারা সকলেই।

  
 ⁠

এই প্রসঙ্গে ওই ডিরেক্টর জানান,”আমি চাই আমার কর্মীরা নিজেদের সেলিব্রিটি হিসাবে ভাবুন। তাঁদের ইতিবাচক ভাবনার জন্য আজ আমি এগোতে পেরেছি। তিনি জানিয়েছেন, কোম্পানিতে অনেক ওঠা নামা আছে। কিন্তু আমি দেখেছি কর্মচারীরাই হলেন স্টার। তবে গাড়িগুলি আগেই দিয়েছিলেন তিনি। কিন্তু সেই খবরটা এতদিনে সামনে এসেছে”।

প্রসঙ্গত,কেরালার কনজিউমার ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সেসেও এই ঘটনা ঘটেছিলো। ২২ বছরে কখনো নিরাশ করেননি কর্মী। তাই খুশি হয়ে কর্মীকে ৪৫ লাখ টাকার গাড়ি উপহার দিয়েছিলেন মালিক। কর্মীর কাজে খুশি হয়ে তাঁকে মার্সিডিজ উপহার দিয়েছিলেন মালিক।

তবে এই নতুন নয় এর আগেও এই কাজ করেছেন তিনি। দুই বছর আগে তিনি সংস্থার ৬ জন কর্মচারীকে গাড়ি উপহার দেন। এদিকে আর ৪৫ লাখের গাড়ি পেয়ে আনন্দে আত্মহারা অনিশ। অন্যদিকে নেটিজেনরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।